ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভুতুড়ে চিংড়ি

প্রকাশিত: ০৫:০৯, ১ সেপ্টেম্বর ২০১৮

 ভুতুড়ে চিংড়ি

মার্কিন যুক্তরাষ্ট্রের জেলে মাইক বিলিং। দেশটির মেইন অঙ্গরাজ্যের স্টনিংটোনের সমুদ্র তীরে মাছ ধরেন তিনি। প্রতিদিনের মতো বুধবার তিনি মাছ ধরতে যান। তবে স্বপ্নেও ভাবেননি তার সামনে এক মহাবিষ্ময় অপেক্ষা করছে। জাল তোলার পর তার চোখ যেন ছানাবড়া। কারণ দীর্ঘ জেলে জীবনে এই রকম ভৌতিক চিংড়ি দেখেননি তিনি। অস্বচ্ছ এই লবস্টারের আকার অন্যগুলোর তুলনায় বড়। আবার এটির শরীরও আলোকভেদ্য নয়। এটির শরীরে রঞ্জক পদার্থও অপেক্ষাকৃত কম। মৎস্য বিশারদরা বলছেন, ১০ কোটি চিংড়ির মধ্যে এ ধরনের চিংড়ির দেখা মেলা ভার। তবে এ ধরনের চিংড়ি নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মত দেন তারা। -ইউপিআই অবলম্বনে
×