ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউদাম্পটন টেস্টে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের

প্রকাশিত: ০৬:০৮, ৩১ আগস্ট ২০১৮

সাউদাম্পটন টেস্টে ব্যাটিং বিপর্যয় ইংল্যান্ডের

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই টেস্ট জিতে উড়ছিল স্বাগতিক ইংল্যান্ড। খুব বাজেভাবে হেরে যাওয়া ভারত সব সমালোচনা এবং সিরিজ হারের শঙ্কা দূর করে ট্রেন্টব্রিজ টেস্টে ইংলিশদের ২০৩ রানের বড় ব্যবধানে পর্যুদস্ত করে। সাউদাম্পটনের রোজ বোলে বৃহস্পতিবার আরেকটি সিরিজ হার ঠেকানোর লড়াই শুরু হয়েছে সফরকারীদের। তবে বিরাট কোহলি তার বোলারদের নিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের দারুণ চাপে রেখেছেন। চতুর্থ টেস্টের প্রথমদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চা বিরতি পর্যন্ত ইংল্যান্ড ১৩৯ রান করেছে ওপরের সারির ৬ ব্যাটসম্যানকে হারিয়ে। ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। উল্লেখ্য, ৫ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাটিংয়ে নামার পর থেকেই অস্বস্তিতে পড়ে ইংলিশরা। প্রথম থেকেই ওপেনারদের অসুবিধায় ফেলেন পেসার বুমরাহ। ইনিংসের তৃতীয় ওভারেই কিটন জেনিংসকে (০) সাজঘরে ফেরান তিনি। জনি বেয়ারস্টোকে (৬) ১৩তম ওভারে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন। এর আগেই বাকি পেসাররাও ইংলিশ ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিতে শুরু করেছেন। ইশান্ত শর্মা অধিনায়ক জো রুটকে (৪) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে শিকার করেন। তবে অভিজ্ঞ এ্যালিস্টার কুক বেশ সংগ্রাম করছিলেন একপ্রান্তে দাঁড়িয়ে একাই। তাকেও সাজঘরে ফেরত পাঠান পেস অলরাউন্ডার হার্দিক পা-িয়া। ৫৫ বল খেলে মাত্র ১৭ রান করতে পেরেছিলেন কুক। তখন সবেমাত্র ১৮তম ওভার, ৪ টপঅর্ডার সাজঘরে ফিরে গেছে। ট্রেন্টব্রিজ টেস্টেও শুরুটা এমনই হয়েছিল ইংলিশদের। তাদের তাঁবুতে আবারও সেই ভীতির সৃষ্টি হয়। পঞ্চম উইকেটে বেন স্টোকসের সঙ্গে যোগ দিয়ে জশ বাটলার বেশ জোরেশোরেই শুরু করেছিলেন। তিনি বেশ চড়াও হয়ে খেলেছেন ভারতীয় পেসারদের ওপর। কিন্তু ২৪ বলে ২১ রান করা বাটলারকেও শামি সাজঘরের পথ দেখান। তবে বেশ সুস্থির হয়ে ধৈর্য সহকারে খেলছিলেন বেন স্টোকস। তার প্রতিরোধও ভেঙ্গে যায় শামির পেসে। ৭৯ বল খেলে ২৩ রান করেছিলেন স্টোকস। ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়া ইংলিশদের রক্ষা করার দায়িত্ব নিয়ে ব্যাট চালিয়ে যাচ্ছেন মঈন আলী ও স্যাম কুরান। মঈন ১৯ ও স্যাম ২১ রানে ব্যাট করছেন। সপ্তম উইকেটে তখন পর্যন্ত ৩৬ রান যোগ করেছেন তারা। তবে বিপদ কাটেনি ইংলিশদের। উল্লেখ্য, এই টেস্টে জিতলেই ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেবে ইংল্যান্ড। সে কারণে এ ম্যাচেও হারা চলবে না কোহলিদের। সেই চেষ্টায় ভারতের শুরুটা বেশ ভালই হয়েছে বলা যেতে পারে।
×