ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিক্সিং সন্দেহে শ্রীলঙ্কায় দুই ভারতীয় আটক

প্রকাশিত: ০৬:০৫, ৩১ আগস্ট ২০১৮

ফিক্সিং সন্দেহে শ্রীলঙ্কায় দুই ভারতীয় আটক

স্পোর্টস রিপোর্টার ॥ একদিন আগেই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ক্রিকেটারদের সতর্কবার্তা দিয়ে একটি নোটিস জানিয়ে দিয়েছিল। সেখানে বলা হয়েছিল চলমান শ্রীলঙ্কা টি২০ ক্রিকেট লীগে সন্দেহভাজন কিছু লোকজন স্টেডিয়ামের ভেতরে-বাইরে ঘোরাফেরা করছে। খেলোয়াড়দের সঙ্গে তারা ম্যাচ গড়াপেটার বিষয় নিয়ে সামান্য ইঙ্গিতপূর্ণ কথা বললেও তা জানানোর আহ্বান করা হয়েছিল। একদিন পরই এসএলসির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) জানিয়েছে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত সন্দেহে দুই ভারতীয় দর্শককে আটক করা হয়েছে এবং তাদের তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীলঙ্কার ঘরোয়া টি২০ লীগে গত শনিবার ডাম্বুলায় অনুষ্ঠিত এক ম্যাচে কিছু সন্দেহজনক ব্যক্তির সঙ্গে কিছু খেলোয়াড়কে কথা বলতে দেখা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের দ্রুত বিস্তারিত জানানোর আহ্বান জানিয়েছিল এসএলসি। ওই বিবৃতিতে খেলোয়াড়দের সতর্ক করা হয়েছিল কোন ব্যক্তি যদি ফিক্সিংয়ের জন্য প্রলুব্ধ করে থাকে তা প্রকাশ করার জন্য। শনিবারের ওই ম্যাচে দিমুথ করুনারতেœর দল গল টিম ৭ রানে হারিয়ে দেয় দাসুন শানাকার ক্যান্ডিকে। ওই ম্যাচের ভিডিও ফুটেজে কিছু সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি দেখা গেছে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে। এ বিষয়ে এসএলসির এক কর্মকর্তা বলেন, ‘তাদের দেখে মনে হয়েছে ভারতীয় উপমহাদেশের লোকজন। স্টেডিয়ামে তাদের মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার সন্দেহের উদ্রেক করেছে এবং তাদের মাঠের বাইরে যেতে বলা হয়।’ এবার লীগ শুরুর আগে থেকেই এসএলসি বোর্ড দুর্নীতিবিরোধী ইউনিটকে (এসিইউ) বলেছে টি২০ লীগ ম্যাচ চলার সময় মাঠে এবং ম্যাচ শেষে টিম হোটেলগুলোয় নজরদারি করতে। এক বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট ইতোমধ্যেই লীগে অংশ নেয়া দলের ম্যানেজারদের এবং খেলোয়াড়দের বিস্তারিত জানানোর জন্য আহ্বান জানিয়েছে যদি কোন ব্যক্তি ফিক্সিং করার ব্যাপারে কিছু বলে থাকে।’ এমনকি পুলিশ বিভাগের একটি বিশেষ দলও আছে সার্বক্ষণিক নজরদারি করার জন্য। তবে এরপরও পাল্লেকেলেতে অনুষ্ঠিত গল এবং ডাম্বুলার মধ্যে অনুষ্ঠিত পরবর্তী ম্যাচ চলার সময় বেশ কয়েকজন ব্যক্তিকে অনবরত মোবাইলে কথা বলতে দেখা গেছে। এরপরই দু’জনকে আটক করা হয়। এ বিষয়ে এসএলসি থেকে বলা হয়েছে, ‘আমরা সন্দেহজনক আচরণ দেখতে পেয়েছি দুই ভারতীয় ব্যক্তির মধ্যে। আর এসিইউ কর্মকর্তারা এরপর তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেছে তদন্তের স্বার্থে।’ চলমান টি২০ লীগে শুধু দেশী খেলোয়াড়রাই খেলছেন। তবে পরিকল্পনা চলছে আগামী আসর থেকে বিদেশী ক্রিকেটারদের যুক্ত করে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মতোই আকর্ষণীয় করে তোলার। এ জন্যই জুয়াড়িদের দৃষ্টি পড়েছে এ টুর্নামেন্টে এমনটাই মনে করছে এসএলসি। তাই এখন বোর্ড ক্রীড়া দুর্নীতি ও অবৈধ কর্মকা- রুখতে আরও কঠোর আইন এবং নিয়মিত বিশেষ পুলিশ বাহিনী রাখার জোর পরিকল্পনা করেছে।
×