ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাকিবকে নিয়েই এশিয়া কাপের চূড়ান্ত দল

প্রকাশিত: ০৬:০৩, ৩১ আগস্ট ২০১৮

সাকিবকে নিয়েই এশিয়া কাপের চূড়ান্ত দল

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপের জন্য বৃহস্পতিবার চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে আছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাতেই বোঝা যাচ্ছে সাকিব খেলবেন। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে সাকিবের খেলা না খেলা নিয়ে যত জল্পনা ছিল, তা শেষ হয়ে গেল। সাকিব খেলছেন। তাই দলেও আছেন। তাতে বোঝাও যাচ্ছে, সাকিব এখনই তার আঙ্গুলের অস্ত্রোপচার করাবেন না। এশিয়া কাপ শেষ হলেই তা করাবেন। দলে আছেন ১৫ ক্রিকেটার। যথারীতি মাশরাফি বিন মর্তুজা অধিনায়ক। তার ডেপুটি হিসেবে টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব থাকছেন। ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু হায়দার রনির থাকাটা নিশ্চিতই ছিল। মোঃ মিঠুন ‘এ’ দলের হয়ে দুর্দান্ত খেলায় আবার দলে সুযোগ পেয়েছেন, ফিরেছেন। এ বছর জানুয়ারিতে তিনজাতি সিরিজের ফাইনালের পর আবার জাতীয় দলের জার্সি গায়েও দেখা যেতে পারে মিঠুনকে। ওপেনার সঙ্কটে মিঠুনই ভরসা হয়ে ধরা দিতে পারেন। আরিফুল হকও প্রথমবারের মতো ওয়ানডে খেলতে পারেন। তাকেও দলে রাখা হয়েছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আরিফুল। নাজমুল হোসেন শান্তকেও এশিয়া কাপের দলে নেয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শান্ত থাকলেও খেলা হয়নি তার। এবার সুযোগ ধরা দিতে পারে। তবে মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন দলে। যার বিরুদ্ধে যৌতুক মামলা করা হয়েছে। সৈকতের স্ত্রী ১০ লাখ টাকার যৌতুক মামলা করেছেন। শনিবার তাকে শৃঙ্খলা কমিটি ডেকেছেও। শৃংখলাবিরোধী কাজের শুনানি হবে। সৈকত টিকে গেছেন দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে পেসার আবু জায়েদ রাহি বাদ পড়েছেন। এনামুল হক বিজয় যে বাদ পড়বেন তাতো আগেই আঁচ করা গেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে এত সুযোগ পেয়েও বিজয় ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছেন। সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে আছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। তাকেও শনিবার বিসিবিতে ডাকা হয়েছে। এমন এক ক্রিকেটারকে তাই বাদের তালিকাতেই রাখা হয়েছে। সাব্বিরকে বাদ দেয়া হয়েছে। সৈকতকে ঠিকই দলে রাখা হয়েছে। এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টের প্রথমদিনই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোঃ জাকির হাসান, সানজামুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি চূড়ান্ত দলে সুযোগ পাননি। ৯ সেপ্টেম্বর চূড়ান্ত দলের ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতে যাবেন। এশিয়া কাপ এবার হবে ওয়ানডে ফরমেটে। যে ফরমেটটি আবার বাংলাদেশ দলের ফেবারিট ফরমেটও। তাই এ ফরমেটের টুর্নামেন্টে ভাল করার চ্যালেঞ্জও থাকছে বাংলাদেশের সামনে। এবার ১৩তম আসর হবে। বাংলাদেশের ম্যাচ দিয়েই এবার এ টুর্নামেন্ট শুরু হবে। ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরুর প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান। ২০ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এবার দুটি গ্রুপ থাকছে। ‘এ’ গ্রুপ ও ‘বি’ গ্রুপ। ‘এ’ গ্রুপে থাকছে ভারত, পাকিস্তান। সঙ্গে থাকছে এশিয়া কাপের বাছাইপর্ব খেলে আসা একটি দল। ৬ সেপ্টেম্বরের মধ্যে সেই দল মিলবে। বাছাইপর্বে খেলছে হংকং, মালয়েশিয়া, নেপাল, ওমান, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। এ দলগুলোর মধ্যে একটি দল বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে খেলবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপে থাকা দলগুলো নিজেদের গ্রুপে পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর হবে সুপারফোর। সুপারফোরে খেলার যোগ্যতা অর্জন করতে হলে গ্রুপের সেরা দুই দলের একটি হতে হবে। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকতে হবে। সুপারফোরে দুই গ্রুপ থেকে উঠে আসা চারদল আবার পরস্পরের বিপক্ষে লড়াই করবে। যে দুটি দল সুপারফোরে সেরা হবে, পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকবে; তারাই ফাইনালে লড়াই করবে। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে সুপারফোরের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে। এবার টুর্নামেন্টের ১৩তম আসর হবে। ১৯৮৪ সালে শুরু হয় টুর্নামেন্ট। এশিয়া কাপ হিসেব করলে ১৪তম আসর। কিন্তু ওয়ানডে ফরমেটের এশিয়া কাপ হিসেব করলে ১৩তম আসর। ২০১৬ সালে এশিয়া কাপ টি২০ ফরমেটে হয়েছিল। সিদ্ধান্ত নেয়া হয় এমন, যে ফরমেটের বিশ্বকাপ সামনে থাকবে সেই ফরমেটেই হবে এশিয়া কাপ। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপকে সামনে রেখে টি২০ ফরমেটে এশিয়া কাপ হয়েছিল। এবার ২০১৯ সালের ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডে ফরমেটে হবে এশিয়া কাপ। বাংলাদেশের দুইবার শিরোপা জেতার সুযোগ ছিল। ২০১২ সালে পাকিস্তানের কাছে ও ২০১৬ সালে ভারতের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এশিয়া কাপে খেলবে। আর তাই সাকিবের খেলা নিয়ে সংশয় থাকলেও দলে থাকায় সেই সংশয়ের সমাপ্তি ঘটেছে। দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মোঃ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।
×