ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম আর নেই

প্রকাশিত: ০৫:৫৬, ৩১ আগস্ট ২০১৮

সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম আর নেই

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম বুধবার সকাল সাড়ে দশটায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনালের ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), সাবেক আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, উর্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, মরহুমের সহকর্মী, বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মোহাম্মদ সালামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপিসহ অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোঃ মোখলেসুর রহমান, বিপিএম (বার), এসবির অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (অর্থ ও উন্নয়ন) মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম, ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, বিপিএম, পিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স) ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম, ডিআইজি (প্রশাসন) মোঃ হাবিবুর রহমান, বিপিএম(বার), পিপিএম। মরহুমের মরদেহ গ্রামের বাড়ি ভোলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
×