ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুবর্ণা নদীর সাবেক শ্বশুর তিন দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ আগস্ট ২০১৮

সুবর্ণা নদীর সাবেক শ্বশুর তিন দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩০ আগস্ট ॥ পাবনায় সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার ঘটনায় গ্রেফতারকৃত নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মোঃ রাশেদ হোসাইন এ আদেশ দেন। এর আগে আসামিকে আদালতে হাজির করে মামলার অধিকতর তদন্তের জন্য আদালতের কাছে সাতদিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি (তদন্ত) অরবিন্দ সরকার আর আসামির জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পাবনা শহরের রাধানগর মহল্লায় বাসার গেটের সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন বুধবার নিহত সাংবাদিকের মা মর্জিনা বেগম বাদী হয়ে সুবর্ণা নদীর সাবেক শ্বশুর ও সাবেক স্বামীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওইদিন দুপুরে পুলিশ অভিযান চালিয়ে নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে। এদিকে মামলার অন্যতম আসামি নদীর সাবেক স্বামী রাজিব হোসেন এখনও পলাতক। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট বেলাল হোসেন।
×