ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধী বিচার

শেরপুরের চার রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ০৫:৫৫, ৩১ আগস্ট ২০১৮

শেরপুরের চার রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার এস এম আমিনুুজ্জামান ফারুকসহ চার রাজাকারের বিরুদ্ধে ৪ অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই চার রাজাকারের বিচার শুরু হলো। আগামী ৩০ সেপ্টেম্বর প্রসিকিউশন পক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা বেগম চমন জনকণ্ঠকে বলেন , চার রাজাকারের মধ্যে তিন জন গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। অন্য একজন পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন এস এম আমিনুজ্জামান ফারুক, একেএম আকরাম হোসেন , মোঃ এমদাদুল হক খাজা ওরফে খাজা ডাক্তার। মোখলেসুর রহমান তারা পলাতক রয়েছে। আসামিদের হত্যা, অপহরণ, লুট,নির্যাতন, ধর্মান্তরিতকরণসহ ৪ ধরনের অভিযোগ রয়েছে। অভিযোগগুলো হলো (১) ১৯৭১ সালের ২১ জুলাই এই চার আসমি পাকিস্তানী আর্মিসহ আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে। তারা আব্দুল মান্নান ও তার ভগ্নিপতিকে গুলি করে হত্যা করে। এই হত্যাকা- দেখে ফেললে সোহরাবকেও গুলি করে হত্যা করা হয়। রাজাকার ও আর্মিরা ফিরে যাওয়ার সময় টালকি ইউনিয়নের মজিদের বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। (২) একাত্তরের ২৭ আগস্ট আসামি এস এম আমিনুজ্জামান ফারুক ও মোখলেসুর রহমান সঙ্গীয় রাজাকার ও পাকিস্তানী আর্মি নিয়ে নকলার মোঃ আব্দুল হান্নানকে অপহরণ ,অবৈধ আটক ও নির্যাতন শেষে হত্যা করা করে। (৩) একাত্তরের ২৭ আগস্ট আসামি এস এম আমিনুজ্জামান ফারুক ও মোখলেসুর রহমান সঙ্গীয় রাজাকার ও পাকিস্তানী আমি নিয়ে নকলার মোঃ শাহজাহান আলী ওরফে সাজুকে অপহরণ করে। পরবর্তীতে তাকে নির্যাতন করে হত্যা করে। (৪) চার আসামির বিরুদ্ধে জোরপূর্বক কাজ করানোর অভিযোগ রয়েছে।
×