ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এশীয় চারুকলা প্রদর্শনী কাল, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৪৫, ৩১ আগস্ট ২০১৮

এশীয় চারুকলা প্রদর্শনী কাল, উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥ কাল থেকে শহর ঢাকা পরিণত হচ্ছে বিশ্ব শিল্পের মিলনমেলায়। বহুমাত্রিক শিল্পের সম্ভারে এক আয়োজনে সম্পৃক্ত ৬৮ দেশ। উপস্থাপিত হবে চার শতাধিক শিল্পীর সৃজিত পাঁচ শতাধিক শিল্পকর্ম। কাল শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ১৯৮১ সালে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা চারুকলা প্রদর্শনীর ১৮তম আসর অনুষ্ঠিত হচ্ছে এবার। সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে এ প্রদর্শনীর আয়োজন করছে শিল্পকলা একাডেমি। মাসব্যাপী এ প্রদর্শনীর প্রতিপাদ্য ‘বিশ্ব শিল্পের মিলনমেলা।’ এশিয়ার বৃহত্তম এ চারুকলা প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ১৯৯ বাংলাদেশী শিল্পী। তাদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০৭ শিল্পী। পারফর্মেন্স আর্টে অংশ নেবেন ১৬ দেশীয় পারফর্মেন্স আর্টিস্ট এবং বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন ৬৩ শিল্পী। সব মিলিয়ে ২৬৬ বিদেশী শিল্পী অংশ নেবেন এশিয়ান আর্ট বিয়েনালের অষ্টাদশতম আসরে। যাদের মধ্যে ২২৩ শিল্পী প্রতিযোগিতায় শিল্পকর্ম জমা দিয়েছেন, ২৯ জন বিশেষ আমন্ত্রণে অংশ নিচ্ছেন এবং ১৪ পারফর্মেন্স আর্টে অংশ নেবেন। এবারের আয়োজনে থাকবে দেশী-বিদেশী শিল্পীদের মোট ৩৬৮ পেইন্টিং, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইনস্টলেশন আর্ট এবং ৩০ পারফর্মেন্স আর্টিস্টের শিল্পনৈপুণ্য প্রদর্শনী। সব মিলিয়ে দেশ-বিদেশের ৪৬৫ শিল্পীর ৫৮৩টি শিল্পকর্ম উপস্থাপিত হবে প্রদর্শনীতে। বিয়েনালের শোভা বাড়াবে দেশের প্রখ্যাত শিল্পীদের শিল্পকর্মে সাজানো বিশেষ প্রদর্শনী। আমন্ত্রিত শিল্পী হিসেবে অংশ নেবেন হাশেম খান, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, আফজাল হোসেন, শামসুদ্দোহা প্রমুখ। দেখা যাবে দেশের পৃথিকৃৎ শিল্পীদের কাজও। সেই সুবাদে কালজয়ী শিল্পকর্মের আশ্রয়ে হাজির হবেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, এসএম সুলতান, পটুয়া কামরুল হাসান, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ, আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক, মোহাম্মদ কিবরিয়াসহ ১৩ প্রয়াত শিল্পী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী হিসেবে বিশেষ আমন্ত্রণে বিয়েনালে অংশ নেবেন ভারতের চিত্রকর যোগেন চৌধুরী, মানু পারেখ ও মাধবী পারেখ। নেপাল থেকে আসবেন রাগিণী উপাধ্যায় গ্রিলা। ফ্রান্স থেকে যোগ দেবেন বার্নার্ড ফ্রাংকোয়েস লিঁও ক্লারিস। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সংস্কৃতি সচিব নাসির উদ্দিন আহমেদ। প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় আরও উপস্থিত ছিলেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী ও চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম পপলু। আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, উন্নয়নশীল দেশের এই ধারণা সর্বক্ষেত্রে বিস্তৃত করা উচিত। একে আমরা শুধু চিত্র প্রদর্শনী মনে করছি না, দেশের গ-ি ছাড়িয়ে দেশের বাইরের শিল্পীদের সঙ্গে এটি একটি সাংস্কৃতিক মেলবন্ধন। একইসঙ্গে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে আমাদের দেশের সক্ষমতা প্রকাশিত হবে এ শিল্পায়োজনের মাধ্যমে। দূর হবে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন দেশের নেতিবাচক মনোভাব। লিয়াকত আলী লাকী জানান, শনিবার বিকেল ৩টায় একাডেমির জাতীয় নাট্যশালায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বরাবরের মতো এবারের প্রদর্শনীতেও থাকছে পুরস্কার। উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নাম ঘোষণা করবেন পাঁচ সদস্যের বিচারকম-লীর প্রধান শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। সর্বমোট নয়টি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে থাকবে পাঁচ লাখ টাকা মূল্যমানের তিনটি গ্র্যান্ড প্রাইজ এবং তিন লাখ টাকা মূল্যমানের ছয়টি সম্মানসূচক পুরস্কার। তিনি আরও জানান, এবারের আয়োজনে বিশেষ সংযোজন হিসেবে রয়েছে কারুপণ্য মেলা, ফুড কোর্ট, আর্ট ক্যাফে, শিশু কর্নার, আর্ট ক্যাম্প, পারফর্মেন্স আর্ট ওয়ার্কশপ এবং ভাস্কর্য উদ্যানে বিশেষ ভাস্কর্য প্রদর্শনী। শিশু কর্নারে প্রতিদিন ছবি আঁকবে শিশুরা। এতে অংশ নেবে ৬৪ জেলার খুদে শিল্পীরা। সেই সঙ্গে প্রথম সাত দিন চিত্রশালা প্লাজায় থাকবে মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে পারফর্মেন্স আর্ট প্রেজেন্টেশন। এতে দেশের ১৬ শিল্পীর সঙ্গে পরিবেশনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেনসহ দশ দেশের ১৪ শিল্পী। অনুষ্ঠিত হবে পারফর্মেন্স আর্ট নির্ভর কর্মশালা। এবারের বিয়েনালকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে অনুষ্ঠিত হবে দুইটি সেমিনার। চিত্রশালা মিলনায়তনে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সমসাময়িক চিত্রকর্মের ভাষাবিষয়ক সেমিনার ‘আর্ট এ্যান্ড কনটেম্পরারি ন্যারেটিভস।’ ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চিত্রকলার শিক্ষা ও প্রসার নিয়ে ‘আর্ট পেডাগোগি এ্যান্ড প্রমোশন’ শীর্ষক সেমিনার। লিয়াকত আলী লাকী জানান, এবারের আয়োজনে বাজেট করা হয়েছে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ৬৭ দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে। নামের সঙ্গে এশিয়া যুক্ত থাকলেও এতে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দেশও অংশ নিচ্ছে। এবারের বিয়েনালে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছেÑ আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, কানাডা, চীন, কিউবা, সাইপ্রাস, মিসর, ডেনমার্ক, ইথিওপিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জর্জিয়া, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, কেনিয়া, কিরগিজস্তান, লেবানন, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নেদারল্যান্ডস্্, নরওয়ে, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, পেরু, ফিলিপিন্স, পোল্যান্ড, কাতার, কোরিয়া রিপাবলিক, রিইউনিয়ন আইল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, সেনেগাল, সার্বিয়া, সুইডেন, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্পেন, শ্রীলঙ্কা, তাইওয়ান, তাজিকিস্তান, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, উজবেকিস্তান, ভিয়েতনাম ও কুয়েত। সেপ্টেম্বর মাসজুড়ে শিল্পরসিকরা বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চিত্রশালার ছয়টি গ্যালারিতে অবলোকন করতে পারবেন এশীয় চারুকলা প্রদর্শনীর শিল্পকর্মসমূহ। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
×