ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে বাঁধ ভেঙ্গে ৮৫ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০৫:২৮, ৩১ আগস্ট ২০১৮

মিয়ানমারে বাঁধ ভেঙ্গে ৮৫ গ্রাম প্লাবিত

মিয়ানমারে বুধবার একটি সেচ বাঁধ ভেঙ্গে প্রায় ৮৫টি গ্রাম ডুবে গেছে এবং ৬৩ হাজারেরও বেশি লোক তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় সওয়ার খাঁড়ির ওই বাঁধটি ভেঙ্গে যায়, এতে নেমে আসা পানির প্রবল ধারার সামনের গ্রামগুলো ভেসে যায় এবং নিকটবর্তী সওয়ার ও ইয়েদাশি শহর ডুবে যায়। রয়টার্স। এ ঘটনায় মিয়ানমারের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে বৃহস্পতিবার খবর পাওয়া যায়। বাঁধের কাছে বন্যার পানি কমেছে বলে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার সংবাদপত্রকে জানিয়েছেন দেশটির সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপ-মহাপরিচালক জাও লউয়িন তুন। ক্ষতিগ্রস্ত পানি বের হওয়ার পথটির কারণেই বাঁধটি ভেঙ্গে পড়েছে। এমনিতে বাঁধটির অবস্থা ভালই ছিল। বাঁধ ভেঙ্গে ৮৫টি গ্রাম বন্যাকবলিত হয়েছে এবং এতে ৬৩ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি একটি মহাসড়কের অংশও ডুবে গেছে।
×