ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালকার্ড দেখালেন ট্রাম্প

প্রকাশিত: ০৫:২৭, ৩১ আগস্ট ২০১৮

লালকার্ড দেখালেন ট্রাম্প

ক্ষমতায় আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সঙ্গে রীতিমতো বৈরী সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনী প্রচারে রুশ সহায়তা গ্রহণ থেকে শুরু করে পর্নোস্টারের সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে তার ঘাম ঝরিয়ে ছেড়েছে সংবাদ মাধ্যমগুলো। রীতিমতো সাপে-নেউলে সম্পর্ক গড়ে ওঠা সাংবাদিকদের এবার তিনি লালকার্ড দেখালেন। হাফিংটন পোস্ট। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো ট্র্রাম্পের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কাজ করেন। মঙ্গলবার ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আসর আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন ভিন্ন জগতের বাসিন্দা। ইনফানতিনো ট্রাম্পের জন্য উপহার হিসেবে জার্সি এবং লাল এবং হলুদকার্ডসহ বেশ কিছু উপহার নিয়ে যান। পরে মজা করার ছলে তিনি সেই লালকার্ড দেখিয়ে দিলেন সাংবাদিকদের। তবে ইনফানতিনোই এ কাজে তাকে উৎসাহিত করেছেন বলা যায়। ট্রাম্পকে কার্ডের ব্যবহার শেখাতে গিয়ে তিনি বলেন, আপনি জানেন ফুটবল মাঠে রেফারিদের কাছে দুই ধরনের কার্ড থাকে, লাল ও হলুদ। হলুদ কার্ড দেখানো হয় খেলোয়াড়দের সতর্ক করে দিতে আর লালকার্ড দেখানো হয় মাঠ থেকে বের করে দিতে। পরে ট্রাম্প বলেন, দারুণ ব্যাপার। এটা আমার খুবই পছন্দ হয়েছে। এমনটা বলেই সাংবাদিকদের দিকে একটি লালকার্ড উঁচিয়ে ধরেন।
×