ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেনাপোলে আখ চাষে ঝুঁকছেন চাষীরা

প্রকাশিত: ০৫:২৪, ৩১ আগস্ট ২০১৮

বেনাপোলে আখ চাষে ঝুঁকছেন চাষীরা

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ উৎপাদনের তুলনায় বেশি লাভ হওয়ায় দিন দিন আখ চাষের দিকে ঝুঁকছেন বেনাপোলের চাষীরা। ধান-পাটে আশানুরূপ ফলন না পাওয়ায় কয়েক বছর ধরে আখ চাষে ঝুঁকছেন তারা। নতুন প্রজাতির গা-ারী ঈশ্বরদী ও এসআর-১৬ জাতের আখের ফলন ভাল। কৃষি বিভাগের তথ্যমতে, বেনাপোল পোর্ট থানার পুটখালী, শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় প্রায় ৩শ’ বিঘা জমিতে আখ চাষ হয়েছে। উৎপাদন খরচের তুলনায় কৃষকরা অন্তত ৫গুণ লাভ বেশি হওয়ায় এ এলাকার চাষীরা আখ চাষে ঝুঁকছেন। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এখানকার আখ। শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের আখচাষী হায়দার আলী জানান, এক বিঘা জমিতে ৩০-৪০ হাজার টাকা খরচ করে দেড় থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। তিনি প্রতি বছরই আখ চাষ করেন। চলতি বছর তিনি ২ বিঘা জমিতে আখ চাষ করেছেন। ফলনও ভাল। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায়ও যাচ্ছে এই আখ। তবে চলতি মৌসুমে অনেক আখ খেতে পচন ও মাজরা পোকা দেখা দেয়ায় শঙ্কিত চাষীরা। পুটখালি গ্রামের কৃষক হযরত আলী জানান, এ বছর তিনি ২ বিঘা জমিতে আখ চাষ করেছেন। আখের উৎপাদন ভাল হবে বলে আশা তার।
×