ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দীতে অভিযান ॥ ৭৮ মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

প্রকাশিত: ০৫:২৩, ৩১ আগস্ট ২০১৮

সোহরাওয়ার্দীতে অভিযান ॥ ৭৮ মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৮ জন মাদকসেবী ও মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযানকালে দুই নারীসহ ১০৩ মাদকসেবী আটক করা হয়। আটককৃতরা মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রেতা বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, তিনদিন ধরে সোহরাওয়ার্দী উদ্যানে র‌্যাবের কয়েকটি দল গোয়েন্দা নজরদারি করে। এরই ফলশ্রুতিতে আমাদের অভিযানে দুই নারীসহ ১০৩ মাদকসেবী ও সরবরাহকারীকে আটক করে। ১০৩ জনের মধ্যে ১৪ জন মাদক সরবরাহকারী। তিনি জানান, তাদের মধ্যে ৭৮ জনকে দুই মাস থেকে দুই বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, উদ্যানে মাদকসেবীদের হাতে নারীদের শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনা কিংবা আটকে রেখে এটিএম বুথে নিয়ে গিয়ে টাকা তোলার মতো ঘটনাও ঘটেছে। তাই এই অভিযান। র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ জানান, অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে এবং ৭৬ মাদকসেবীকে এক থেকে তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়।
×