ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই ইয়াবা কারবারি গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩০, ৩১ আগস্ট ২০১৮

চট্টগ্রামে দুই ইয়াবা কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় পরিচালিত এক অভিযানে পুলিশ পরিচয় পরিচয়দানকারী দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এই অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার দুই ইয়াবা কারবারি হলো ইসমাইল (৫২) এবং ইমাম উদ্দিন জিসান (৩৩)। তবে এর সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক। এই দুই আসামি নিজেদের পুলিশ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও যাত্রীদের দেহ তল্লাশির নামে হয়রানি করে আসছিল। সুযোগ বুঝে তারা টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত। নাটোরে ঘাতক চালক ও হেলপার জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩০ আগস্ট ॥ লালপুরে নাটোর- পাবনা মহসড়কে বাস-লেগুনার সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় অভিযুক্ত চ্যালেঞ্জার পরিবহনের চালক শামীম আহমেদ ও হেলপার আব্দুস সামাদকে নাটোরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়েছে। এ সময় মামলার তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা তরিকুল ইসলাম অভিযুক্তদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক রিমান্ড আবেদন শুনানির দিন আগামী ৫ সেপ্টেম্বর ধার্য করে অভিযুক্তদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে পিডিবির কর্মচারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর হালিশহর থানার সবুজবাগ কালীবাড়ি এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পিডিবি (বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড) কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত মোঃ জামশেদ (৪০) পিডিবি চট্টগ্রাম অঞ্চলে কর্মরত ছিলেন।
×