ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৭, ৩১ আগস্ট ২০১৮

অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৩০ আগস্ট ॥ অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংক বরগুনা শাখার সাবেক সিনিয়র অফিসার ওয়ালি উল্লাহ’র পৃথক ধারায় আট বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে পটুয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ। দুদকের মামলায় বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করা হয়। মামলার অপর আসামি গোলাম সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হয়। পরে দ-প্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়। দুদকের পিপি আরিফুল ইসলাম টিটু জানান, ১২/৭/২০০৯ সাল থেকে ২৮/১/২০১৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক বরগুনা শাখার গ্রাহক লাইজু বেগমের ৯টি ‘টিডিআর’ হিসাবের ৩২ লাখ ৯৫ হাজার ৪৬৭ টাকা এবং ২টি ‘এমএসবি’ হিসাবের ৩০ লাখ ৫০৫ টাকাসহ মোট ৬২ লাখ ৯৫ হাজার ৯৭২ টাকা আত্মসাত করেন তিনি। এ ঘটনায় ওই ব্যাংকের তৎকালীন শাখা প্রধান সাইদুর রহমান বাদী হয়ে ২০১৪ সালের ১০ জুন বরগুনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ব্যাংকের সিনিয়র অফিসার ওয়ালিউল্লাহ ও স্থানীয় গোলাম সরোয়ারকে আসামি করা হয়। পরবর্তীতে পটুয়াখালী দুদক মামলাটি তদন্ত শুরু করে এবং ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক মতিউর রহমান ওই দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
×