ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়াচ ভিডিও সেবা আনছে ফেসবুক

প্রকাশিত: ০৪:২৩, ৩১ আগস্ট ২০১৮

ওয়াচ ভিডিও সেবা আনছে ফেসবুক

বিশ্বব্যাপী নিজেদের ওয়াচ ভিডিও সেবা আনছে ফেসবুক। ইউটিউবের মতো ভিডিও স্ট্রিমিং সেবাগুলোর সঙ্গে পাল্লা দিতে বিনোদন, সংবাদ আর ক্রীড়াবিষয়ক মূল ভিডিও কনটেন্ট সম্প্রচার সেবা দিতে যুক্তরাষ্ট্রে প্রথমে এই সেবা আনে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি। এর এক বছর বিশ্বব্যাপী এই সেবা আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। ফেসবুকের হেড অব ভিডিও ফিজি সিমো বলেন, ভিডিও দেখা একটি সামাজিক কার্যক্রম হতে পারে এমন একটি ধারণার উপর ওয়াচ সেবা আনা হয়েছিল। এরপর ভিড় থাকা এই বাজারে ওয়াচ সত্যিই একটি গতি পেয়েছে। তিনি বলেন, ‘প্রতিমাসে যুক্তরাষ্ট্রে পাঁচ কোটিরও বেশি মানুষ অন্তত এক মিনিট ওয়াচ ভিডিওগুলো দেখতে ওয়াচ প্ল্যাটফর্মে আসেন, আর ২০১৮ সালে শুরুর পর ফেসবুক ওয়াচে ব্যবহারকারীদের মোট ব্যয় করা সময় ১৪ গুণ বেড়েছে।’ -অর্থনৈতিক রিপোর্টার
×