ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাম কমলেও বিক্রি বাড়ছে না স্বর্ণের

প্রকাশিত: ০৪:২২, ৩১ আগস্ট ২০১৮

দাম কমলেও বিক্রি বাড়ছে না স্বর্ণের

অর্থনৈতিক রিপোর্টার ॥ অল্প সময়ের মধ্যে দুইবার দাম কমলেও স্বর্ণের বাজার চাঙ্গা হয়নি। এতে খানিকটা বিপাকেই পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। সবশেষ ১৯ জুলাই স্বর্ণের দাম কমানো হয়। এ সময় ভরিতে প্রায় ১১৬৬ টাকা দাম কমে যায়। তার আগে গত ১৮ মার্চ আরও এক দফা কমানো হয়েছিল স্বর্ণের দাম। স্বর্ণের বর্তমান বাজার সমন্ধে জানতে চাইলে আমিন জুয়েলার্সের একজন কর্মকর্তা বিপু খান সময়নিউজকে জানান, বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ৪৭, ৪৭২ টাকা এবং ২১ ক্যারেট স্বর্ণের দাম ৪৫, ১৯৮ টাকা। আগে এই দাম ছিল ৫৩ থেকে ৫৪ হাজার টাকা। তবে স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমলেও বাড়েনি এর বিক্রি। বিপু খান বলেন, বাণিজ্যের অবস্থা এখন খুব একটা ভাল না। দাম কমার পরেও ক্রেতারা স্বর্ণ কেনায় আগ্রহী হচ্ছেন না। এমন হবার কারণ জানতে চাইলে তিনি বলেন, স্বর্ণের দাম কমার পর ক্রেতারা ভাবছেন দাম আরও কমবে। আর তাই তারা কেনাকাটা বন্ধ করে রাখেন, অপেক্ষায় থাকেন দাম আরও কমার। তপন বর্মন নামে কেরানীগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ীয়ের সঙ্গে কথা বলে জানা গেল নতুন তথ্য। তিনি জানালেন, দাম কমলে পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতাসহ বিভিন্ন স্থানে মানুষ স্বর্ণ বেশি কেনে। তারা কমদামে স্বর্ণ কিনে রাখেন। অপরদিকে বাংলাদেশে এ চিত্র একেবারেই ভিন্ন। এখানে স্বর্ণের দাম বাড়লে অনেক সময় বিক্রি বেড়ে যায়। এর কারণ হিসেবে তিনি জানান, স্বর্ণের দাম বাড়লে মানুষ ভাবে যে, দাম আরও বেড়ে যেতে পারে। এই আশঙ্কায় তারা বেশি দামেই স্বর্ণ কিনে ফেলেন।
×