ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৪:১৯, ৩১ আগস্ট ২০১৮

পুঁজিবাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭২২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮৮ কোটি ৯৮ লাখ টাকা বেশি। বুধবার ডিএসইতে ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর। বাজার পর্যালোচনায় দেখা গেছে, আগামী সপ্তাহে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারীর কাছে শেয়ার বিক্রির টাকার ছাড় করা হবে এমন আশাবাদে শেয়ার কেনার চাপ বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা দেয়। বিশেষ করে ব্যাংক ও আর্থিক খাতের দর বাড়লেও সংশ্লিষ্ট খাতে শেয়ার বিক্রির চাপ বেড়ে যায়। অপরদিকে লভ্যাংশ ঘোষণার কাছাকাছি সময়ে এসে বস্ত্র খাতের বেশ কয়েকটি কোম্পানির দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে। ফলে বস্ত্র খাতের শেয়ার চাঙা হয়ে যায়। তবে তা সূচকের উর্ধগতি ধরে রাখার মতো যথেষ্ট ছিল না। ফলে দিনশেষে সূচকের পতন ঘটে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৬০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, সায়হাম টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স, আইপিডিসি, ইউনাইটেড পাওয়ার, একটিভ ফাইন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রিজেন্ট টেক্সটাইল ও আরডি ফুড। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল, হোটেল পেনিনসুলা, সায়হাম টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, সাউথইস্ট মিউচুয়াল ফান্ড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আরডি ফুড ও রূপালী ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, শ্যামপুর সুগার, মাইডাস ফাইন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আইপিডিসি, মেঘনা কনডেন্স মিল্ক, এমবে ফার্মা, জুট স্পিনার্স ও ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৪ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৪৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, গ্রামীণফোন, আইপিডিসি, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এস আলম স্ক্রিস্টাল, পেনিনসুলা চট্টগ্রাম, রিজেন্ট টেক্সটাইাল, আরডি ফুড ও বেক্সিমকো।
×