ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘পরিবেশ বিপর্যয়ের কারণে মানুষের জীবনমান হুমকির মুখে পড়ছে’

প্রকাশিত: ০২:০১, ৩০ আগস্ট ২০১৮

‘পরিবেশ বিপর্যয়ের কারণে মানুষের জীবনমান হুমকির মুখে পড়ছে’

স্টাফ রিপোর্টার ॥ নগরীর বসবাসযোগ্যতা ফিরিয়ে আনতে সকল উন্নয়ন কর্মকান্ডে পরিবেশ ও প্রাকৃতিক ইকোসিস্টেম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়েরও তাগিদ দিয়ে তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে মানুষের জীবনমান ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এমনকি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়নও হুমকির সম্মুখীন হচ্ছে। ঢাকা মহানগরীর মতো সারা বাংলাদেশ মানুষ ও প্রাণীকূলের বসবাস ও ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে। একে বাসযোগ্য করতে পরিবেশ ও প্রাকৃতিক ইকোসিস্টেমকে অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় যথাযথভাবে অন্তর্ভূক্ত করার সময় এসেছে। বৃহস্পতিবার ‘ওয়াটার, ইকোসিস্টেম এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান। দৈনিক ভোরের কাগজ কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ব পানি সপ্তাহ উপলক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াটার এইড, বাংলাদেশ ওয়াশ এ্যালায়েন্স, ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল, ফ্রেশ ওয়াটার একশন নেটওয়ার্ক সাউথ এশিয়া বাংলাদেশ, স্যানিটেশন এন্ড ওয়াটার ফর অল এবং দৈনিক ভোরের কাগজ যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চলনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান। বক্তব্য রাখেন ইউএসটি এর নির্বাহী পরিচালক শাহ মো. আনোয়ার কামাল, ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক (পিএইচডি) মো. লিয়াকত আলী, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর নির্বাহী পরিচালক এস. এস. এ. রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিন রায়হান আহমেদ, কোয়ালিশন ফর দ্যা আরবান পুর (সিইউপি) নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান-ইয়াত, বাংলাদেশ ওয়াশ এ্যালায়েন্স এর কান্ট্রি কোঅর্ডিনেটর অলক মজুমদার, এফএএনএসএ-বিডি ন্যাশনাল কনভেনার ইয়াকুব হোসেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম, প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের হাবিবুর রহমান, স্যানিটেশন সেক্রেটারিয়েট (ডিপিএইচই) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ গোলাম মোক্তাদির, এইচওয়াইএসডব্লিউএ ফান্ড ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল ওসমান, ঢাকা ওয়াসার পরিচালক(উন্নয়ন) মো. আবুল কাশেম, ডিওআরপি এর পরিচালক মো. জোবায়ের হোসেন।
×