ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরের চার রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রকাশিত: ০১:১১, ৩০ আগস্ট ২০১৮

শেরপুরের চার রাজাকারের  বিরুদ্ধে অভিযোগ গঠন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবাতবিরোধী অপরাধের অভিযোগে শেরপুরের নকলা উপজেলার এস এম আমিনুজ্জামান ফারুক সহ চার রাকাকারের বিরুদ্ধে ৪ অভিযোগ গঠন করেছে ট্রাইবুনাল। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্টানিক ভাবে এই চার রাজাকারের বিচার শুরু হলো। আগামী ৩০ সেপ্টেম্বর প্রসি্কিউশন পক্ষের সুচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারন করা হয়েছে। প্রসিকিউটর রেজিয়া সুলতানা বেগম চমন জনকন্ঠকে বলেন , চার রাজাকারের মধ্যে তিন জন গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। অন্য একজন পলাতক রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন এস এম আমিনুজ্জামান ফারুক, একেএম আকরাম হোসেন , মো: এমদাদুল হক খাজা ওরফে খাজা ডাক্তার ও মোখলেসুর রহমান তারা। এদের মধ্যে মোখলেসুর রহমান তারা পলাতক রয়েছে।বৃহস্পত্তিবার চেয়ারম্যান বিচারপতি মো: শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চার রাজাকরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। আসামিদের হত্যা, অপহরণ , লুট ,নির্যাতন , ধর্মান্তরিতকরণ সহ ৪ ধরনের অভিযোগ রয়েছে। অভিযোগ গুলো হলো ,(১) ১৯৭১ সালের ২১ জুলাই এই চার আসমি পাকিস্তানি আর্মি সহ আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে। তারা আব্দুল মান্নান ও তার ভগ্নীপতিকে গুলি করে হত্যা করে। এই হত্যাকান্ড দেখে ফেলতে সোহরাবকেও গুলি কওে হত্যা করা হয়। রাজাকার ও আর্মিরা ফিরে যাবার সময় টালকি ইউনিয়নের মজিদেও বাড়ি লুটপাট করে আগুল ধরিয়ে দেয়। (২)একাত্তরের ২৭ আগষ্ট আসামি এস এম আমিনুজ্জামান ফারুক ও মোখলেসুর রহমান সঙ্গীয় রাজাকার ও পাকিস্তানী আর্মি নিয়ে নকলার মো: আব্দুল হান্নানকে অপহরন ,অবৈধ আটক ও নির্যঅতন শেষে হত্যা করা করে। (৩) একাত্তরের ২৭ আগষ্ট আসামি এস এম আমিনুজ্জামান ফারুক ও মোখলেসুর রহমান সঙ্গীয় রাজাকার ও পাকিস্তানী আমি নিয়ে নকলার মো:শাহজাহান আলী ওরফে সাজুকে অপহরণ করে। পরবর্তীতে তাকের নির্যাতন কওে হত্যা করে। (৪) চার আসামির বিরুদ্ধে জোরপুর্বক কাজ করানোর অভিযোগ রয়েছে।
×