ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পলাতক ২ আসামির সম্পত্তি জব্দের নির্দেশ

প্রকাশিত: ০৭:২০, ৩০ আগস্ট ২০১৮

 পলাতক ২ আসামির সম্পত্তি জব্দের নির্দেশ

বিডিনিউজ ॥ গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলার ঘটনায় অভিযোগপত্রভুক্ত দুই পলাতক আসামির বিরুদ্ধে হুলিয়া জারি করে তাদের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোঃ মুজিবুর রহমান বুধবার এই আদেশ দেন। এ আদেশ বাস্তবায়নে কতটা অগ্রগতি হলো তা জানাতে ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে বলে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম ছারোয়ার খান জাকির জানান। কারাগারে থাকা এ মামলার ছয় আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বলে জানান তিনি। এর আগে গত ৮ আগস্ট আট আসামির বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়ে দুই পলাতক আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে না পারায় তাদের এখন হুলিয়া জারি করে সম্পত্তি জব্দের নির্দেশ দিলেন বিচারক। হুলিয়া জারি হওয়ায় পুলিশ এখন পলাতক দুই আসামির ঠিকানায় এবং সংশ্লিষ্ট থানায় তাদের পলাতক থাকার বিষয়টি জানিয়ে নোটিস টাঙিয়ে দেবে।
×