ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৈয়দ শিমুল পারভেজের ‘কিছু কথা যায় না বলা’

প্রকাশিত: ০৬:৫২, ৩০ আগস্ট ২০১৮

সৈয়দ শিমুল পারভেজের ‘কিছু কথা যায় না বলা’

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী সৈয়দ শিমুল পারভেজের লেখা, সুর ও তারই কণ্ঠে গাওয়া জীবনমুখী গান ‘কিছু কথা যায় না বলা’। গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটি নিয়ে বেশ আশাবাদী শিল্পী শিমুল পারভেজ। গত বছর মিয়ানমারসহ সমগ্র বিশ্বের গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা নিয়ে ‘স্টপ জেনোসাইড বাই শিমুল’ শিরোনামে একটি ইংরেজী গান লিখে, সুর ও নিজেই কণ্ঠ দিয়েছিলেন। এর মাধ্যমে একমাত্র বাংলাদেশী হিসেবে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিলেন এই তরুণ শিল্পী। গানটি ইউটিউবে বেশ শ্রোতাপ্রিয় হয়! এ প্রসঙ্গে শিমুল পারভেজ বলেন, যেহেতু বিষয়টা আন্তর্জাতিক ইস্যু এবং জাতিসংঘের ভূমিকাও তুলে ধরা হয়েছে, তাই সমগ্র বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের পক্ষে একটা বার্তা দেয়ার জন্য আমার এ প্রচেষ্টা। দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে জড়িত সৈয়দ শিমুল পারভেজ। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করে পরিচিত লাভ করেছেন তিনি। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘মা ও মাতৃভূমি’ গত বইমেলায় সুনাম অর্জন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর করা শিমুল হিউম্যান রাইটস সংগঠন এ্যাভেজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় সাংবাদিক শিল্পী শিমুল পারভেজের গ্রামের বাড়ি শরিয়তপুরের জাজিরায়! অন্যান্য ব্যস্ততার পাশাপাশি তিনি প্রতিনিয়ত শ্রোতাদের নতুন গান উপহার দেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই বাংলা গানের একটি পূর্ণাঙ্গ এ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবেন বলেও জানান তিনি। তরুণ কণ্ঠশিল্পী সৈয়দ শিমুল পারভেজের জন্য অনেক অনেক শুভ কামনা
×