ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধ্রুব মিউজিক কটেজে জিসান খান শুভর ‘বিষের ছুরি’

প্রকাশিত: ০৬:৫১, ৩০ আগস্ট ২০১৮

ধ্রুব মিউজিক কটেজে জিসান খান শুভর ‘বিষের ছুরি’

স্টাফ রিপোর্টার ॥ জিসান খান শুভ। ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা তার। ইউটিউবের মাধ্যমে তার গান পাগলামির কথা জেনেছেন অনেকেই। এরই ধারাবাহিকতায় তিনি নিয়ে আসছেন তার দ্বিতীয় অফিসিয়াল অডিও-ভিডিও ‘বিষের ছুরি’। গানটির অডিও-ভিডিও প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। গানটির কথা ও সুর করেছেন জিসান খান শুভ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। দোহারের মৈনট ঘাট, বাহ্রা ঘাট, কার্তিকপুর এবং আড়িয়াল খাঁ বিলের বিভিন্ন মনোরম লোকেশনে ভিন্ন একটি গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা খাইরুল পাপন। পরিচালক জানান, একটি অসাধারণ ফোক গান ‘বিষের ছুরি’। গানের কথার সঙ্গে মিল রেখে গল্প এবং লোকেশন নির্বাচন করে কাজটি করেছি। দর্শক- শ্রোতারা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কাজ দেখতে পাবেন । আশা করছি তাদের ভাল লাগবে। জিসান খান শুভ বলেন, খুবই ভাল লাগছে। অনেক যতœ করে কাজটি করেছি। সাব্বির অর্ণব এবং আইরিন আফরোজ অনেক সুন্দর অভিনয় করেছেন। ভিডিওতে থাকছি আমিও। এখন দর্শক-শ্রোতাদের ভালবাসা পেলেই আমি আগামী কাজের অনুপ্রেরণা পাব। আজ বৃহস্পতিবার ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)-এর ফোক গানের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক কটেজ’-এ অবমুক্ত করা হবে ‘বিষের ছুরি’ গানটি। পাশাপাশি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে গানটি শোনা যাবে। প্রসঙ্গত, ফোকগান বাংলা সঙ্গীতের এক অমূল্য ভা-ার। বাংলা গানের এই রতœভা-ারগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নিয়েছে এক দারুণ উদ্যোগ। প্রতিষ্ঠানটি খুলেছে ‘ধ্রুব মিউজিক কটেজ’ নামে নতুন একটি ইউটিউব চ্যানেল।
×