ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তালয় নাট্যাঙ্গনের ‘মুক্তি’ নাটকের মঞ্চায়ন আজ

প্রকাশিত: ০৬:৪৯, ৩০ আগস্ট ২০১৮

মুক্তালয় নাট্যাঙ্গনের ‘মুক্তি’ নাটকের মঞ্চায়ন আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অন্যতম সদস্য নাট্য সংগঠন ‘মুক্তালয় নাট্যাঙ্গন’। দলের সাম্প্রতিক প্রযোজনা ‘মুক্তি’ মাদক নির্মূলে সচেতনতামূলক একটি নাটক। ইয়াবা, হেরোইনের মতো যুব সমাজ ধ্বংসকারী মাদক নির্মূল বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। এরই সমর্থনে মুক্তালয় নাট্যাঙ্গনের অভিযান ‘মুক্তি’। ঢাকার গ্রুপ থিয়েটার অঙ্গনে প্রতিষ্ঠিত খেয়ালী নাট্য গোষ্ঠী আয়োজিত প্রিয় নাট্যকর্মী প্রয়াত মোঃ ইউনুস স্মরণে ৪ দিনব্যাপী ‘আদব মোহাব্বতে গড়ে তুলি প্রেমময় বাংলাদেশ’ নাট্যোৎসবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মুক্তালয় নাট্যাঙ্গনের ‘মুক্তি’ মঞ্চস্থ হবে। ‘মুক্তি’ রচনা ও নির্দেশনা দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক আমিনুল হক আমীন। ব্যতিক্রমী এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাধুরী খন্দকার, আমিনুল হক আমীন, রীনা রহমান, রুহুল আমীন হাওলাদার, শেফালী কুসুম, ফারহান মৃধা, সাকিলা মিতু, রাসেল, এস আর সুমন ও আবীর আল নোমান। মুক্তালয় নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘মুক্তি’ নাটকটি মরণ নেশা ইয়াবা থেকে মুক্তি বিষয়ক কমেডি ধাচের নাটক। নাটকের কাহিনীতে দেখা যায় পুরান ঢাকার ছেলে চন্দন। বাবা মায়ের আদরের সন্তান। হেলা ফেলা করে ইয়াবা ব্যবসায় ঢুকে যায়। প্রেমিকা লায়লার জন্য ইয়াবা বিক্রির টাকা দিয়ে দামী দামী উপহার কিনে দেয়। বাবা জানতে পারে ঘটনা। পরে প্রেমিকা এবং মাও জানতে পারে। মাদক নিয়ন্ত্রণ অফিসার আটক করে চন্দনকে। কিন্তু সঙ্গে পায়নি কিছুই। বেঁচে যায় চন্দন। সাবধান করে দেয় অফিসার। যে কোন মূল্যে দেশটাকে এই মরণ নেশা মাদক মুক্ত করবেই। বাবা-মা ও প্রেমিকা সকলে চন্দনকে এই নেশা মুক্ত করার দায়িত্ব নেয়। চন্দনও বুঝতে পেরে মুক্তি পেতে চায়। বাবা-মা-অভিভাবক সবাই সতর্ক হতে হবে। তবেই মুক্তি পাওয়া যাবে এই মরণ নেশা ইয়াবা থেকে। প্রসঙ্গত, বিগত প্রায় ২২ বছর ধরে দেশের নাট্যাঙ্গনে নিয়মিত অবদান রেখে চলেছে দলটি। এই সময়ে ১০টি নাটকের প্রায় ২০০ শত মঞ্চায়নের মাধ্যমে সরব রয়েছে মুক্তালয় নাট্যাঙ্গন। হাসির নাটক, মুক্তিযুদ্ধের নাটক, ব্রিটিশ শাসনামলের ১৩৫০ সালের মন্বন্তরের ব্যতিক্রমী নাটক, আরবীয় রূপকথার আলাদিনের চেরাগ, দ্বৈত্যসহ ভিন্ন ভিন্ন বিষয়ে বিনোদন ও সমাজ সচেতনমূলক নাটক মঞ্চায়ন করে দেশ এবং সমাজের উন্নয়নে সচেতনতা তৈরিতে অবদান রেখে চলেছে এ নাট্য সংগঠনটি।
×