ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গরমে ইউএস ওপেনের চরম অবস্থা, মঙ্গলবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস

জয় জোকোভিচ- ফেদেরারের

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ আগস্ট ২০১৮

জয় জোকোভিচ- ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার থেকে শুরু হয়েছে ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের অবস্থা ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। শুরুর দ্বিতীয়দিন মঙ্গলবার গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল খেলোয়াড়রা। এদিনের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। এদিন নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোজে গরমের তীব্রতা এতটাই প্রকট ছিল যে, পাঁচজন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তবে চরম গরমের মধ্যে খেলেও জয় দিয়ে নিউইয়র্কের মিশন শুরু করেছেন নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, ডেভিড গোফিন এবং মানিন চিলিচের মতো তারকারা। রজার ফেদেরার এদিন ৬-২, ৬-২ এবং ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিওকাকে। গত জানুয়ারিতে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের ২০তম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। তার সামনে এবার সেই সংখ্যাটাকে একুশে নিয়ে যাওয়ার হাতছানি। মঙ্গলবার প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দারুণ উচ্ছ্বসিত সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ম্যাচের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুব ভালভাবে নিউইয়র্কে ফিরেছি এটাই আমার জন্য দারুণ আনন্দের খবর।’ দ্বিতীয়পর্বে ফেদেরারের প্রতিপক্ষ ফ্রান্সের বেনোইট পাইরে। প্রথমপর্বের অন্য ম্যাচগুলোতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার নিক কির্গিওস ৭-৫, ২-৬, ৬-৪ এবং ৬-২ গেমে হারিয়েছেন রাদু আলবোটকে। বেলজিয়ামের দশম বাছাই ডেডিড গোফিন ৬-২, ৬-৪ এবং ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন ইতালির ফেডেরিকো গাইয়োকে।
×