ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হারে হতাশ হলেও উদ্বিগ্ন নন কোচ জেমি

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ আগস্ট ২০১৮

হারে হতাশ হলেও উদ্বিগ্ন নন কোচ জেমি

স্পোর্টস রিপোর্টার, নীলফামারী থেকে ॥ খেলা হয়েছে নীলফামারীতে। অথচ সেই খেলা দেখতে ফুটবলপ্রেমীরা সেখানে ছুটে গেছেন প্রাণের টানে, বহুদূর থেকে। যেমন নওগাঁর জয়পুরহাট থেকে ২৫ জন। তারা নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এসেছেন প্রায় ৮০ কিলোমিটার দূর থেকে। এদেরই একজন স্বপ্ন আকন্দ, যিনি জয়পুরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি। তার সঙ্গে এসেছেন শমশের আলী, যিনি দিনাজপুর, পাবর্তীপুরের ফুটবল একাডেমির পরিচালক। ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়েরসহ আরও অনেকে। তাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের জয় দেখে ঘরে ফেরার। কিন্তু তাদের সেই আশা চুরমার করে দেয় শ্রীলঙ্কা। তবে এই হারে হতাশ হলেও উদ্বিগ্ন নন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ম্যাচ শেষে তার প্রতিক্রিয়া ছিল এ রকম, ‘আমি হতাশ। ভাগ্য সহায় ছিল না। বল পজেশন বেশি রেখেও ম্যাচ জিততে না পারাটা দুর্ভাগ্যজনক। আমরা আসলে গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারিনি। বলতে গেলে জেতা ম্যাচই হেরেছি। তবে এই ম্যাচ দেখে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চূড়ান্ত দল বাছাই করাটা আমার জন্য সহজ হবে।’ জেমি আরও বলেন, ‘এই ম্যাচে আমরা ভিন্ন দল নিয়ে খেলেছি। কারণ এশিয়াডের দলটি ক্লান্ত ছিল বিধায় তাদের বিশ্রাম দিয়ে সিনিয়রদের খেলিয়েছি। তারা অবশ্য প্রত্যাশা মতো খেলতে পারেনি। তাদের কাছে আমার আরও বেশি প্রত্যাশা ছিল। আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে।’ বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সিস্টেম না পাল্টালেÑ বিশেষ করে বিদেশী খেলোয়াড়দের কোটা না কমালে ক্লাব ফুটবল এবং জাতীয় দলের ফুটবলের উন্নতি করা মুশকিল বলে মনে করেন জেমি। এদিকে জয়ী শ্রীলঙ্কা দলের কোচ পাকির আলী বলেন, ‘খুব ভাল ম্যাচ ছিল এটা। সাফ ফুটবলের আগে বেশ ভাল প্রস্তুতি। দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলে স্বাগতিকদের হারানোর রোমাঞ্চই আলাদা। বাংলাদেশ হারলেও দারুণ খেলেছে।’ ম্যাচের একমাত্র গোলদাতা লঙ্কান ফরোয়ার্ড মোহাম্মদ ফজল বলেন, ‘জেতার জন্য এবং গোল করতে পারায় দারুণ খুশি। এত দর্শকের সামনে খেলেছি, বেশ ভালই অনুভূতি হচ্ছে।’ পাকির আলী আরও বলেন, প্রচ- গরমের মধ্যে খেলাটা ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে তার খেলোয়াড়রা বেশ দ্রুতগতির ফুটবল খেলেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেস ছিল লঙ্কানদের চেয়েও ভাল। ‘আমরা পরিকল্পনা অনুযায়ী খেলে সফল হয়েছি। বিশেষ করে যথাসময়ে বদলি খেলোয়াড় নামিয়ে সুফল পেয়েছি।’ পাকিরের ভাষ্যমতেÑ আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কা জয় পেল দীর্ঘ ১০ বছর পর। তাছাড়া তিনি নীলফামারীর এই মাঠের ভূয়সী প্রশংসা করেন।
×