ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিদানসহ ম্যানইউতে স্পেশাল ওয়ানের চার বিকল্প

যে কোন মুহূর্তে বরখাস্ত হবেন মরিনহো!

প্রকাশিত: ০৬:৪৭, ৩০ আগস্ট ২০১৮

যে কোন মুহূর্তে বরখাস্ত হবেন মরিনহো!

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাসেরই অন্যতম সেরা কোচ জোশে মরিনহো। যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। কিন্তু ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডে কিছুতেই প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না পর্তুগীজ লৌহমানব। এবার ইংলিশ প্রিমিয়ার লীগের নতুন মৌসুমের শুরুতেও তথৈবচ অবস্থা রেড ডেভিলসদের। প্রথম তিন ম্যাচের দু’টিতেই হেরেছে ম্যানইউ। নিদারুণ এই ব্যর্থতার কারণে যে কোন মুহূর্তে মরিনহো বরখাস্ত হতে পারেন বলে গুঞ্জন চলছে। এক্ষেত্রে ম্যানইউর সম্ভাব্য নতুন কোচের তালিকায় আছেন জিনেদিন জিদানসহ আরও তিনজন। সর্বশেষ ম্যাচে টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-০ গোলে হারের পর ব্যাপক চাপে আছেন মরিনহো। গত ২৬ বছরে প্রিমিয়ার লীগে সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যামের কাছে হারের পর দর্শকদের দিক থেকে কটূক্তির শিকার হয়েছেন মরিনহো। অনেকে আবার ওল্ডট্র্যাফোর্ড থেকে পর্তুগীজ কোচের বিদায়ও দেখতে চান। যদিও সমর্থকদের কাছ থেকে আরও বেশি শ্রদ্ধা পাওয়ার দাবি করেছেন ক্ষুব্ধ ‘স্পেশাল ওয়ান’। রবিবার বার্নলির বিরুদ্ধে ম্যাচ আছে ম্যানইউর। ওই ম্যাচে হারলে মরিনহোকে বরখাস্তের আবেদন উঠতে পারে জোরেশোরেই। তবে বরখাস্তের আগেই তিনি পদত্যাগ করবেন কিনা সেটাও এক প্রশ্ন। স্যার এ্যালেক্স ফার্গুসন অবসরে যাওয়ার পর আর কোন কোচই ম্যানইউতে সফল হতে পারেননি এবং সবাইকেই বরখাস্ত হতে হয়েছে। তবে এখন বড় প্রশ্ন মরিনহো পদত্যাগ করলে বা বরখাস্ত হলে তার জায়গায় কে বসবেন? ব্রিটিশ মিডিয়ার চোখে ওল্ডট্র্যাফোর্ডে মরিনহোর তপ্ত চেয়ারে বসার একাধিক বিকল্প। এদের মধ্যে ওপরে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান। তার সঙ্গে নাম আছে মাউরিসিও পচেত্তিনো, এ্যান্টোনিও কন্টে ও লরা ব্লাংকের। ম্যানইউর কোচ হিসেবে অনেকদিন ধরেই পিচেত্তিনোর নাম শোনা যাচ্ছিল। লুইস ভ্যাল গাল চলে যাওয়ার পর সবচেয়ে জোরাল গুঞ্জন ওঠে। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। আগের চার ম্যাচে ওল্ডট্র্যাফোর্ডে কোন গোলই করতে পারেনি টটেনহ্যাম। কিন্তু সর্বশেষ ম্যাচে সেই মাঠে তিন গোল করে দলটি। এরপরই পচেত্তিনোর দিকে বেশি করে চোখ পড়েছে ম্যানইউর। কিন্তু মুশকিল হলো টটেনহ্যামের লম্বা প্রচেক্টের অংশ আর্জেন্টাইন এই কোচ। কয়েকদিন আগে নতুন করে ৫ বছরের চুক্তিও করেছেন ক্লাবের সঙ্গে। ফলে তাকে নিয়ে আরও একবার হতাশ হতে পারে রেড ডেভিলরা। জিদানের বিষয়টা একটু ভিন্ন। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে লীগে ১৭ পয়েন্ট পিছিয়ে শেষ করে রিয়াল। কিন্তু টানা তিনবার দলকে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতিয়ে তিনি যখন পদত্যাগ করেন তখন অবাক হয়েছিল পুরো ফুটবল বিশ্বই। রিয়াল ছাড়ার পর এখনও কোন দলের দায়িত্ব নেননি জিদান। নিজের ভবিষ্যত সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেনওনি ফরাসী কিংবদন্তি। এটাই আশা জাগাচ্ছে ম্যানইউকে। বিশ্বের খুব কম কোচই আছেন যারা রিয়ালের মতো মর্যাদাসম্পন্ন ক্লাবের দায়িত্ব নিয়ে প্রতিযোগিতা করতে পারেন। সেই ক্লাব ছেড়ে আসা একজন আবার যেনতেন ক্লাবে যেতে পারেন না। ম্যানইউ অবশ্য বিশ্বের সেরা তিনটি ক্লাবের একটি, যেখানে অনায়াসে যেতে পারেন জিদান।
×