ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দর্শকের ভালবাসায় গর্বিত আমি’

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ আগস্ট ২০১৮

‘দর্শকের ভালবাসায় গর্বিত আমি’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। মুহূর্তটা কখনই ভুলব না, বিশেষ করে মাঠে উপস্থিত সমর্থকদের প্রতিক্রিয়া। দর্শকের এমন ভালবাসায় আমি অভিভূত, মুগ্ধ, গর্বিত’। কথাগুলো বর্তমান ফিফা সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার জয়ের পর এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন জুভেন্টাসের পর্তুগীজ সুপারস্টার। গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকে অসাধারণ গোলটি করেছিলেন রোনাল্ডো। দর্শকের ভোটে এই গোলটিই বর্ষসেরা নির্বাচিত হয়েছে। এর আগে গত ১২ মাসে হওয়া উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে মোট ১১টি গোলের সংক্ষিপ্ত তালিকা করা হয়। গত বছর এই পুরস্কার জিতেছিলেন রোনাল্ডোর জুভেন্টাস সতীর্থ মারিও মানদুকিচ। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে জিতেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পুরস্কারটির জন্য ১ লাখ ৯৭ হাজার ৪৯৬টি ভোট পান রোনাল্ডো। যা মনোনীত অন্য যে কোন গোলের পাঁচ গুণেরও বেশি। দ্বিতীয় সেরা গোল নির্বাচিত হয়েছে ইউরোপা লীগের শেষ আটে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে ফরাসী ক্লাব মার্শেইয়ের দিমিত্রি পায়েতের করা গোলটি। পায়েত পেয়েছেন ৩৫,৫৫৮ ভোট। ২৩,৩১৫ ভোট পেয়ে তৃতীয় স্পেনের নারী ফুটবলার ইভা নাভারো। মেয়েদের ইউরোপিয়ান অনুর্ধ-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানির বিপক্ষে দুই খেলোয়াড়কে কাটিয়ে গোলটি করেছিলেন তিনি। তুরিনে চলতি বছরের ৩ এপ্রিল অবিশ্বাস্য গোলটি করেছিলেন সি আর সেভেন। লুকাস ভাসকেজের বুলেট গতির শট জুভেন্টাস গোলরক্ষক (বর্তমান ক্লাব পিএসজি) জিয়ানলুইজি বুফন কি দারুণভাবেই না ‘সেভ’ করেছিলেন। কিন্তু বুফনের সেই জাদুকরি সেভকে রোনাল্ডো স্রেফ ‘ওভার ট্রাম্প’ করেছিলেন। দানি কারভাহালের ক্রসটা ছিল রোনাল্ডোর পেছনে, মানে গোলের উল্টো দিকে। সেটাও নিজের উচ্চতার চেয়েও বেশ উঁচুতে। কিন্তু রোনাল্ডো পেছনে ঘুরেই একটু এগিয়ে নিজেকে ছুড়ে দিয়েছিলেন শূন্যে। বাইসাইকেল কিক! আড়াআড়ি উচ্চতার বলকে এমন কিকে পা ছোঁয়ানোই যেখানে অনেক কঠিন, সেখানে রোনাল্ডোর শট বুফনকে নড়ার সুযোগটুকু না দিয়ে আশ্রয় নেয় জালে। অবিশ্বাস্য গোলটির কারণেই সেরা হয়েছেন পাঁচবারের ফিফা সেরা তারকা। পর্তুগীজ তারকার গোলটি বর্ষসেরা হিসেবে নির্বাচিত হওয়ার পর জুভেন্টাস অভিনন্দন জানিয়ে টুইট করেছে। সেখানে লেখা হয়েছে, অভিনন্দন ক্রিস্টিয়ানো! উয়েফা মৌসুম সেরা গোলটি তোমার। রোনাল্ডো নিজেও এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি। বিশেষ করে গোলের পর জুভেন্টাস স্টেডিয়ামে দর্শকদের প্রতিক্রিয়া তিনি কখনই ভুলবেন না। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ২০১৮-১৯ মৌসুমের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে আজ। এ জন্য অংশগ্রহণকারী ৩২টি দলকে ৪টি পটে ভাগ করেছে উয়েফা। যেখানে একই পটে রয়েছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। তবে এখনই ৩২ দলের নাম চূড়ান্ত করতে পারেনি উয়েফা। গত আসরের পারফর্মেন্সের জোরে সরাসরি চ্যাম্পিয়ন্স লীগের টিকেট পেয়েছে ২৯টি দল। বুধবার রাতে বাছাইপর্ব শেষে নিশ্চিত হওয়া যাবে তিনটি দলের নাম। বাছাইপর্ব পেরিয়ে শেষ তিনটি টিকেট পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছে বেনফিকা, সালজবার্গ ও পিএসভি। ড্রয়ের জন্য ঘোষিত পটে ২নং পটে রাখা হয়েছে বেনফিকাকে। তবে বেনফিকা বুধবার জিততে ব্যর্থ হলে তাদের জায়গায় চলে আসবে বর্তমানে ৩নং পটে থাকা লিভারপুল। তিন নং পটে চলে যাবে বেনফিকাকে হারিয়ে টিকেট পাওয়া পিএওকে।
×