ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিধবা ভাতার বই বিতরণ

প্রকাশিত: ০৬:১৯, ৩০ আগস্ট ২০১৮

বিধবা ভাতার বই বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদানের লক্ষ্যে বুধবার বেলা বারোটায় নতুন বই বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের ৫৯ জন নতুন ভাতাভোগীদের মাঝে বই বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মাহতাব হোসেন, ইউনিয়ন সমাজকর্মী মনিরুজ্জামান, ইউপি সদস্য মিজানুর রহমান, নুর আলম সরদার, হাসান আল মামুন, বিপ্লব বাবুল রায় প্রমুখ। চাঁদপুরে সততা স্টোর উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৯ আগস্ট ॥ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ও স্বাবলম্বী জীবন গড়ার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরণ স্বল্প মূল্যে পাওয়ার জন্যে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। এ সময় উপস্থিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, শিক্ষা অফিসার শাহ মোঃ ইকবাল মনছুর, ইউআরসির ইন্সট্রাক্টর তারেকনাথ মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও প্রধান শিক্ষক শিপ্রা রানী চৌধুরী প্রমুখ।
×