ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাপলের একটি দুষ্পাপ্য কম্পিউটার নিলামে উঠছে

প্রকাশিত: ০৬:০৬, ৩০ আগস্ট ২০১৮

এ্যাপলের একটি দুষ্পাপ্য কম্পিউটার নিলামে উঠছে

বহু পুরনো ও দুষ্পাপ্য এ্যাপলের একটি কম্পিউটার নিলামে তোলা হবে। আশা করা হচ্ছে, অন্য যেকোন প্রযুক্তি পণ্যের তুলনায় সবচেয়ে বেশি দামে বিক্রি হবে কম্পিউটারটি। ধারণা করা হচ্ছে, এটি ৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। যা বাংলাদেশী টাকায় আড়াই কোটি। আর এ দামে বিক্রি হলে এটিই হবে সবচেয়ে বেশি দামে কোন প্রযুক্তি পণ্য বিক্রির হবার ঘটনা। এ্যাপল-১ মডেলের এই কম্পিউটারটি প্রথম সিরিজের একটি কম্পিউটার যা স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক তৈরি করেন। যুক্তরাষ্ট্রের মিডিয়া ওয়েবসাইট সিএনইটির তথ্য অনুযায়ী, জবস ও ওজনিয়াক ‘বাইট শপ স্টাইল এ্যাপল-১’ মডেলের প্রায় ২০০ কম্পিউটার তৈরি করেছিলেন। ক্যালিফর্নিয়াভিত্তিক কম্পিউটার বিক্রি প্রতিষ্ঠান বাইট শপের জন্য তৈরি হওয়ায় এর নাম দেয়া হয় ‘বাইট শপ’। অনলাইন নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন জানায়, ২০১৮ সালের জুনে প্রযুক্তি বিশেষজ্ঞ করে কোহেন এ্যাপল-১ মডেলের কম্পিউটারটির আদি রূপ দিয়েছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×