ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৬:০২, ৩০ আগস্ট ২০১৮

পুুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৩৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৬৭ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৬১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৮২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১ কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু শেষটা ছিল পতন দিয়ে। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ পয়েন্ট কমে ৫ হাজার ৬১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার, আইপিডিসি, বারাকা পাওয়ার, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, নাহি এ্যালুমিনিয়াম, বিবিএস ক্যাবল, একটিভ ফাইন ও ন্যাশনাল হাউজিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ প্রাইম টেক্স, ন্যাশনাল হাউজিং, ইবিএলএনআরবি মিউচুয়াল ফান্ড, আইপিডিসি, এইচআর টেক্সটাইল, বারাকা পাওয়ার, প্রভাতি ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার ও ইস্টার্ন হাউজিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ সামাতা লেদার, শ্যামপুর সুগার, মেঘনা পেট, মুন্নু সিরামিক, ঝিল বাংলা সুগার, পেনিনসুলা চট্টগ্রাম, এশিয়া ইন্স্যুরেন্স, আজিজ পাইপ, রূপালী লাইফ ও ইনটেক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৩৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ন্যাশনাল হাউজিং, বিডি ফাইন্যান্স, বারাকা পাওয়ার, আরডি ফুড, বেক্সিমকো, সাইফ পাওয়ার টেক, আইপিডিসি, কনফিডেন্স সিমেন্ট ও লঙ্কাবাংলা ফাইন্যান্স।
×