ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে নয়া ফিচার

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ আগস্ট ২০১৮

ফেসবুকে নয়া ফিচার

ফেসবুক আনছে নয়া ফিচার ‘থিঙ্কস ইন কমন’, যেখানে বন্ধু খোঁজা হবে আরও সহজ। ইতোমধ্যেই শুরু হয়েছে পরীক্ষা-নিরীক্ষা পর্ব। জানা গেছে, ফিচারটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নন-ফ্রেন্ড ইউজারের সঙ্গে বন্ধুত্ব করা আরও সহজ হবে। তবে এখানে থাকছে অতিরিক্ত কিছু বিষয়। ফিচারটি যোগাযোগ বা সেতুবন্ধ তৈরি করবে পছন্দের মানুষের মধ্যে। সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ফেসবুক বর্তমানে নির্দিষ্ট কিছু ইউজার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সাধারণ ইউজাররা কবে ফিচারটি ব্যবহার করতে পারবেন, এখন পর্যন্ত তার সঠিক তারিখ জানায়নি সংস্থাটি। ফিচারটির মাধ্যমে ইউজাররা খুঁজতে পারবেন কমন শহর, কমন ফেসবুক গ্রুপ, কমন কলেজ, কমন ওয়ার্ক প্লেসসহ একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত অন্যান্য ইউজারকে। ফেসবুক জানিয়েছে, শুধু পাবলিক পোস্টগুলোর ওপর ফিচারটি কাজ করবে। শেয়ার করা কমন পোস্টগুলো মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করবে। বিশেষত কমেন্ট বক্সে করা কমেন্টগুলো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে নতুন এই ফিচারটি অনেকাংশে কমাবে ভুয়া এ্যাকাউন্টের সংখ্যাকে। তৈরি করবে হাজারও নতুন কানেকশন, যা ব্যবহার আরও বেশি বাড়াবে এ্যাপটির। এমনটাই মনে করছে কর্তৃপক্ষ। -জিনিউজ
×