ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ড্রিমলাইনারের প্রথম মহড়া, ২২ মিনিটে ঢাকা থেকে কলকাতা

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ আগস্ট ২০১৮

ড্রিমলাইনারের প্রথম মহড়া, ২২ মিনিটে ঢাকা থেকে কলকাতা

স্টাফ রিপোর্টার ॥ সিয়াটল থেকে আসার পর ঢাকা-কলকাতা রুটে প্রথম মহড়া দিয়েছে ড্রিমলাইনার ৭৮৭। বুধবার দুপুর পৌনে দুটোয় এই ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ২২ মিনিটে কলকাতায় পৌঁছে। সেখানে অবতরণের পর কিছু সময় কাটিয়ে ফের ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। এতে সিভিল এভিয়েশন, বিমান ও মন্ত্রণালয়ের প্রায় অর্ধশত অতিথি ছিলেন। এই ফ্লাইট চালিয়েছেন সিয়াটলের বোয়িং কোম্পানি থেকে আসা দুইজন পাইলট। তাদের সঙ্গে ছিলেন বিমানের ককপিট ও কেবিনক্রু। জানা গেছে, ফ্লাইটটিতে সিভিল এভিয়েশনের পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবিরসহ দুই ডজন ফ্লাইট ইন্সপেক্টর ছিলেন পর্যবেক্ষক হিসেবে। সাধারণত যে কোন নতুন উড়োজাহাজ যাত্রীবাহী হিসেবে উড্ডয়ন করার আগে এ ধরনের প্রোভিং ফ্লাইট হিসেবে অপারেট করা আবশ্যক। উড়োহাজাহাজটিতে কোন ধরনের ত্রুটি আছে কিনা, সেটা শতভাগ নিরাপদ কিনা ও অন্য কোন ঘাটতি আছে কিনা মূলত সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এ ধরনের প্রোভিং ফ্লাইট পরিচালনা করা হয়। পরিচালক উইং কমান্ডার চৌধুরী জিয়াউল কবির জনকণ্ঠকে বলেন, এটা এক ধরনের ফ্লাইট যা পেশাদার ও দক্ষ লোকজনের উপস্থিতিতে করতে হয়। আগামী ৫ সেপ্টেম্বর ওই ফ্লাইটটি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সেদিনই রাতে ঢাকা থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে উড়বে বিমানটি। এর মধ্যে সিভিল এভিয়েশনের সব প্রক্রিয়া শেষ হয়েছে। এখন বিমানের কিছু ফর্মালিটি রয়ে গেছে। উল্লেখ্য, গত ২০ আগস্ট সিয়াটল থেকে বিমানের প্রথম ড্রিমলাইনার ৭৮৭ ঢাকায় অবতরণ করে। তারপর থেকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই পার্কিং করা ছিল।
×