ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএনপির হুমকির জবাবে কাদের

আন্দোলন ইতিবাচক হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে

প্রকাশিত: ০৫:৫১, ৩০ আগস্ট ২০১৮

আন্দোলন ইতিবাচক হলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের আন্দোলন যদি রাজনৈতিকভাবে ইতিবাচক হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তবে আন্দোলনের নামে যদি ২০১৪ সালের মতো কোন আগুন সন্ত্রাসের গন্ধ পাওয়া যায়, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করা হয়, তবে জনগণকে সঙ্গে নিয়েই তার সমুচিত জবাব দেব। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথভাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি হবে না, সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসি যদি মনে করে যে, এই মুহূর্তে ইভিএমে ভোট করার মতো বাস্তবতা নেই অথবা তারা করতে চান না বা এই সময়ের মধ্যে ইভিএম মেশিন কেনা এবং এর ব্যবহার- এ বিষয়গুলো যদি যৌক্তিক না হয়, সেটা নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের দাবিটি আওয়ামী লীগের নতুন কোন দাবি নয়। ইলেকশন কমিশনের সঙ্গে সংলাপে আমরা কিন্তু ইভিএম ব্যবহারের দাবি জানিয়েছিলাম এবং আমরা আমাদের দাবিতে এখনও অটল। গত তিনটি সিটি করপোরেশনে নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা তুলে ধরে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ইভিএমে এত অবিশ^াস কেন? একটায় জিতলেন সিলেট? সেখানেও তো ইভিএমে জেতা দিয়েই শুরু। ইভিএম আজকে বিশ্বস্বীকৃত একটা আধুনিক ভোটিং সিস্টেম দাবি করে তিনি আরও বলেন, ভারতে অনেকগুলো নির্বাচন ইভিএম পদ্ধতিতে হয়েছে এবং উন্নত গণতান্ত্রিক দেশেও এই পদ্ধতি চালু আছে। আপনারা (বিএনপি) কেন বিরোধিতা করেন? স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন যদি চান ইভিএম ব্যবহারে আপত্তি কোথায়? তবে আগামী জাতীয় নির্বাচনে ১০০ ভোট কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে দেয়া নির্বাচন কমিশনের ঘোষণাকে স্বাগত জানান তিনি। আগামী সেপ্টেম্বরে যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের শোডাউন বিষয়টি ভাল দাবি করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আসলে অনেক ধরনের পোলারাইজেশন হয়! সমীকরণ হয়! ফ্রন্ট হবে এ্যালায়েন্স হবে; এটা সবার গণতান্ত্রিক অধিকার। এখন গণফোরামের সঙ্গে যদি যুক্তফ্রন্টের মিলন হয়, এই সুখের মিলন নির্বাচন পর্যন্ত স্থায়ী হোক, আমরা এর শুভ কামনা করি। তবে শোডাইন বলতে যা বুঝায়, সেখানে যদি ২০১৪ সালের কোন আগুন সন্ত্রাসের গন্ধ পাওয়া যায়, আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করা হয়, তাহলে কিন্তু জনগণ প্রতিরোধ করবে। বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এইসব শোডাউনের আওয়াজ অতীতে অনেক শুনেছি। বাংলাদেশের জনগণের মুড এখন সবাই জানে, জনগণ এখন নির্বাচনমুখী। এখন কেউ আন্দোলন আর খাবে না, সাড়া পাবেন না। নয় বছরে নয় মিনিটেও পারেননি, এখন তিন মাসে আন্দোলন করবেন, এটা জনগণ বিশ^াস করে না। তিনি বলেন, নির্বাচনের মাত্র দুই মাস আছে সিডিউল ঘোষণার। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, নির্বাচন হবে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো, সংবিধানসম্মতভাবে নির্বাচন কমিশনের অধীনে। আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটি ক্রেডিবল, ফ্রি, ফেয়ার ও প্রহণযোগ্য নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে মহানগরের সব কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের জন্য মহানগর নেতাদের নির্দেশ দেন। মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল (অব) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আইন সম্পাদক শ ম রেজাউল করিম, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর দক্ষিণ ও উত্তরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং সাদেক খান প্রমুখ। বিএনপি নির্বাচন আতঙ্কে ভুগছে- ড. হাছান ॥ ‘বিএনপির জন্য নির্বাচন কোন সমস্যা না’ সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন আতঙ্কে ভুগছে। যদি নির্বাচন কোন সমস্যাই না হয় তাহলে এতগুলো শর্ত দিচ্ছেন কেন? আসলে বিএনপি এখন নির্বাচনকে ভয় পাচ্ছে। গত নির্বাচনে না যাওয়ার প্রেক্ষিতে বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচন সুষ্ঠু হবেÑ প্রস্তুতি নিন, আন্দোলনের প্রয়োজন হবে না- কাদের ॥ জাতীয় ঐক্য গড়ে তুলতে কাজ করে যাওয়া নতুন রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের নেতাদের নির্বাচনী প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি যুক্তফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব, সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন হবে না। দেশে এ্যাকসেপ্টেবল নির্বাচন হবে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। সুষ্ঠু নির্বাচন দাবিতে সেপ্টেম্বর থেকে সারাদেশে রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করেছে নবগঠিত যুক্তফ্রন্ট। নেতৃত্বে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি ডাঃ একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তারা একসঙ্গে পথ চলার ঘোষণা দেন। বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে যুক্তফ্রন্টের সাত দফা প্রস্তাবের মধ্যে রয়েছে: জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় স্বার্থে জামায়াত ও অন্যান্য স্বাধীনতাবিরোধী দল ছাড়া সমমনা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের দলের ঐক্য জরুরী। বাক, ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সভা-সমিতির স্বাধীনতা নিশ্চিত করা। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বন্ধের জন্য সংসদ ও সরকারের ভারসাম্য নিশ্চিতকরণ। বুধবার শ্যামলীতে সড়ক ও জনপথ অধিদফতর সওজের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৪ তলার আবাসিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন শেষে নির্বাচন বিষয়ক এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেনÑ বেশিরভাগ আলোচনা ছিল নবগঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের পথচলা ও ঐক্যের সাতদফা নিয়ে। সার্বিকভাবে বললে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ঐক্য প্রক্রিয়াকে আগামী নির্বাচনের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন। নির্বাচনের আগে কোন রাজনৈতিক কর্মীকে গ্রেফতার না করতে জাতীয় ঐক্যের নেতাদের আহ্বানের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা রাজনীতি করে, ইতিবাচক রাজনীতি করে, যাদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, সন্ত্রাস বা কোন অপরাধের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ নেই, তাদের অবশ্যই গ্রেফতার করা হবে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, আইনের বিচারে যারা অপরাধী, অপকর্ম করে, নিরাপত্তার স্বার্থে তাদের গ্রেফতার না করার কোন কারণ নেই। বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে কাদের বলেন, ৯ মাসে যারা কোন আন্দোলন করতে পারলেন না তারা তিন মাসে পারবেন, এটা দেশের মানুষ বিশ্বাস করে না। আমি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সবিনয়ে বলব সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের আন্দোলনের প্রয়োজন হবে না।
×