ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাড়ে ৫ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত লরি অপসারণ

প্রকাশিত: ০৫:২৯, ৩০ আগস্ট ২০১৮

সাড়ে ৫ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত লরি অপসারণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে দুর্ঘটনাকবলিত একটি লরি দীর্ঘ সাড়ে ৫ ঘণ্টা সড়কে পড়ে থাকার পর ক্রেন দিয়ে মালামালসহ সরানো হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে লরিটি রাস্তায় পড়েছিল। পরে নারায়ণগঞ্জ থেকে ক্রেন এনে দুপুর আড়াইটার দিকে এটিকে সরানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের পরিদর্শক সিদ্দিকুর রহমান জানান, খিলক্ষেত-উত্তরা সড়কের দুইদিকে যানচলাচল সচল হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টার দিকে ভারসাম্য রক্ষা করতে না পেরে হঠাৎ করেই লরির একটি অংশের মালামাল সড়কে পড়ে যায়। এতে তাৎক্ষণিক যান চলাচল পুরোপুরি বন্ধ না হলেও কিছুটা সমস্যার সৃষ্টি হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট প্রকট আকার ধারণ করে। খিলক্ষেতের যানজট গিয়ে ঠেকে বনানীতে। লরিটি উদ্ধারে এত সময় লাগার বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, ‘লরিটির ওজন ২৫ টন, তা সরিয়ে নেয়ার সক্ষমতা পুলিশের র‌্যাকারের নেই। এটিকে সরিয়ে নিতে ক্রেন প্রয়োজন। পরে নারায়ণগঞ্জ থেকে পুলিশের ক্রেন এসে লরিটিকে উদ্ধার করে।
×