ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৯, ৩০ আগস্ট ২০১৮

শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সেতুমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ সড়ক দুর্ঘটনায় আহত শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আঁচিয়ার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আঁচিয়ার মা নাহিদা ইসলাম নূপুর এবং পরিবারের আরেক সদস্য নিহত হন। এ সময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের অক্সিজেন মোড়ের ক্ষুদ্র ব্যবসায়ী আজগর আলীর চিকিৎসার দায়িত্বও নেন মন্ত্রী। সকালে নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটু’র অসুস্থ মাকে দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি চিকিৎসাধীন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবদুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন। মন্ত্রী অসুস্থ রোগীদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। কারের ধাক্কায় দুই পথচারী আহত স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মালিবাগে প্রাইভেটকারের ধাক্কায় দুই পথচারী আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। বুধবার ভোরে মালিবাগ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পথচারীদের ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হন ডা. মাহিম ফয়সাল আকাশ ও নূরুল ইসলাম। আহত দুই পথচারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পল্টন থানার পুলিশ জানায়, ঢাকা মেট্রো গ-৩৯-৮৪৭০ নম্বরের গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কোন মামলা হয়নি। ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত ম-ল জানান, আকাশের ডান পা ভেঙ্গে গেছে। আর নুরুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। তারা দুজনই শঙ্কামুক্ত।
×