ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৈরাজ্যের অবসান কাম্য

প্রকাশিত: ০৫:২৭, ৩০ আগস্ট ২০১৮

নৈরাজ্যের অবসান কাম্য

আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখী ও কর্মস্থলে ফিরে আসা মানুষ গণপরিহনে ভাড়া নৈরাজ্যের শিকার হচ্ছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘ভাড়া নৈরাজ্য পর্যবেক্ষণ উপকমিটি ‘এ তথ্য নিশ্চিত করেছে। সারাদেশে ভাড়া নৈরাজ্য ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে অহরহ। মহাসড়কগুলোতে বাস, মিনিবাস, পণ্যবাহী ট্রাক হিউম্যান হলার এমনকি মোটরসাইকেলেও দূরপাল্লার যাত্রী বহন করা হচ্ছে। ফলে মহাসড়কে দুর্ঘটনা ও যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে দ্রুতগামী যানবাহনের সঙ্গে এসব ফিটনেসবিহীন যানবাহনের পাল্লা দিয়ে চলার অশুভ প্রবণতা। বিআরটিএ সিটিং সার্ভিস বন্ধ করে ভাড়া নৈরাজ্য ঠেকাতে চাইলেও মূলত তারা বার বার ব্যর্থ হয়েছে। গণরিবহনগুলোর মধ্যে যাত্রীদের থেকে মাত্রাতিরিক্ত ভাড়া নেয়ার ক্ষেত্রে বাস ও মিনিবাসগুলোর দৌরাত্ম্য বেশি। এমতাবস্থায়, মানুষের নিরাপদ, নির্বিঘœ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিতকল্পে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা রাখি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
×