ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লেবাননে কর্মী পাঠানোর নিষেধাজ্ঞা আর নেই

প্রকাশিত: ১৯:৩২, ২৯ আগস্ট ২০১৮

লেবাননে কর্মী পাঠানোর নিষেধাজ্ঞা আর নেই

অনলাইন ডেস্ক ॥ লেবাননে কর্মী পাঠানো কয়েকদিন বন্ধ রাখার পর আবার চালু করেছে বাংলাদেশ। গত ২৬ আগস্ট লেবাননে বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পাতায় এক পোস্টে বলা হয়েছিল, “দালাল কর্তৃক সৃষ্ট বিভিন্ন সমস্যার কারণে সরকার আপাতত বাংলাদেশ থেকে লেবাননে শ্রমিক পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।” এই সিদ্ধান্তে জনশক্তি রপ্তানিকারকসহ সংশ্লিষ্টদের উদ্বেগের প্রেক্ষাপটে মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার ওই নিষেধাজ্ঞা আর নেই বলে সাংবাদিকদের বলেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে লেবাননে কর্মী পাঠানোর সাময়িক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। তবে, সেখানে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে কঠোরভাবে অভিবাসন আইন মেনে চলতে হবে। লেবাননে বর্তমানে বিভিন্ন পেশায় প্রায় দেড় লাখ বাংলাদেশি কর্মী রয়েছেন।
×