ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৯১৩ দিন পর গোলের দেখা পেল বেরাহিনো !

প্রকাশিত: ১৮:৩৩, ২৯ আগস্ট ২০১৮

৯১৩ দিন পর গোলের দেখা পেল বেরাহিনো !

অনলাইন ডেস্ক ॥ জেমস ম্যাকলিনের শট হাডার্সফিল্ডের গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। ফিরতি বলে সাঈদো বেরাহিনোর একটু বেশি উঁচুতে উঠে গিয়েছিল। বুরুন্ডি স্ট্রাইকারের মনের ভেতর কি তখন ধুকপুক করেছে? গোল যে তাঁর কাছে ডুমুরের ফুল। এ যাত্রায় অবশ্য তার দেখা পেয়ে গেছেন। কাল লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে হাডার্সফিল্ডকে ২-০ গোলে হারিয়েছে স্টোক সিটি। স্টোকের হয়ে লক্ষ্যভেদ করে দীর্ঘ ৯১৩ দিন পর গোলের সঙ্গে ‘আড়ি’ ভেঙেছেন বেরাহিনো। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় আড়াই বছর পর গোলের দেখা পেয়েছেন বেরাহিনো। এর আগে সর্বশেষ গোলের মুখ দেখেছিলেন ২০১৬, ২৭ ফেব্রুয়ারিতে ওয়েস্টব্রমের হয়ে। বারাক ওবামা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডোনাল্ড ট্রাম্প তখনো রিপাবলিকান পার্টির মনোনয়ন পাননি। ‘ব্রেক্সিট’ গণভোটেরও চার মাস বাকি ছিল। আর ইয়োহান ক্রুয়েফ, মোহাম্মদ আলী, কার্লোস আলবার্তো দুনিয়ার আলো দেখছিলেন। তারপর এই আড়াই বছরে কত কিছুই তো পাল্টে গেল। শুধু বেরাহিনো গোলের দেখা পাননি। সব প্রতিযোগিতা মিলিয়ে বেরাহিনোর এই টানা ৪৮ ম্যাচ (সময়ের হিসেবে ৪০ ঘণ্টা ২৬ মিনিট) গোলখরার মধ্যে ১৩০ গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিতেছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ব্যালন ডি’অর, ইউরো আর লিগ শিরোপা। আর কিলিয়ান এমবাপ্পে জিতেছেন বিশ্বকাপ আর টানা দুটি লিগ শিরোপা। গোল করেছেন ৭৭টি। হ্যারি কেইন যেমন এ সময়ে মধ্যে করেছেন ১০৩ গোল। কিন্তু সপ্তাহে প্রায় ৭০ হাজার পাউন্ড পারিশ্রমিক পাওয়া ২৫ বছর বয়সী স্ট্রাইকার বেরাহিনোর ভাগ্যে একটি গোলও জোটেনি। শেষ পর্যন্ত কাল এই খরা কাটাতে পেরে বেরাহিনো নিশ্চয়ই ভাবছেন, যাক বাবা বাঁচা গেল!
×