ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষক খুন

প্রকাশিত: ১৮:১৬, ২৯ আগস্ট ২০১৮

মুন্সীগঞ্জে মাদ্রাসা শিক্ষক খুন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার আজিমপুরায় মাদ্রাসা শিক্ষক ক্বারী মোঃ আওলাদ হোসেন (৫৫) খুন হয়েছে। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই তাইজেল শেখকে (৪৫) গ্রেফতার করেছে। নিহত আওলাদ স্থানীয় চুরাইন আনোয়ারুল উলম রহমানিয়া মাদ্রাসার ক্বেরাত বিভাগের শিক্ষক এবং ফার্মেসীতে কাজ করতেন। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাতাহাতির এক পর্যায়ে মাথায় হাতুরির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ পাশের ডোবায় গুম করার চেষ্টা হয়। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রামবাসীরা তাইজেলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হত্যায় ব্যবহৃত হাতুরি জব্দ করেছে। সে পুলিশের কাছে হত্যার ঘটনা স্বীকার করেছে। নিহতের স্ত্রী সাহিদা বেগম জানান, রাতে রাতের খাওয়া শেষ করে ব্যবসার হিসাব নিকাশ নিয়ে কাজ করছিল। এমন সময় রাত ১০টার পরে তার চাচাতো ভাই তাইজুল মোবাইল করে তাকে বাসা থেকে বের হওয়ার কথা বলে। এরপর সে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় হয়ে যাওয়ায় মোবাইল ফোন বন্ধ পাওয়ায় বাসা থেকে বের হয়ে তেইজেলের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির পাশের পুকুরের ঘাটলায় বস্ত্রহীন অবস্থায় তাইজুল রক্ত পরিষ্কার করছে। পরে আর্ত্মচিৎকারে লোকজন ছুটে আসে। হাতিমারা পুলিশ ফাঁড়ির ওসি জিল্লুর রহমান জানান, তাইজেল স্বীকার করেছে তার পাওনা ৮০ হাজার টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে হাতের কাছে হাতুরি ফেয়ে রাগের বসে এই হাতুরি দিয়েই মাথায় সজোরে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে এবং মারা যায়। পরে লাশ পাশের ডোবায় ঘুম করে পালানোর চেষ্টা করছিল। তাদের দু’জনের মধ্যে বন্ধু সম্পর্ক ছিল। এক সাথেই চলা ফেরা করত। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×