ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে নিয়ে ১৭ বই বের হচ্ছে

প্রকাশিত: ০৮:২৫, ২৯ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুকে নিয়ে ১৭ বই বের হচ্ছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কারাবরণ নিয়ে আরও ১৭টি বই বেরুচ্ছে। পুলিশের বিশেষ শাখায় রক্ষিত দীর্ঘ দলিল দিয়েই এসব দুর্লভ বই বের করা হচ্ছে। যে বইতে বঙ্গবন্ধুর অজানা নানা কাহিনী উঠে আসবে। এই তথ্য জানিয়েছেন পুলিশের বিশেষ শাখার ডিআইজি (রাজনৈতিক) মাহবুব হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে তিনি জেলা পুলিশ আয়োজিত ‘পিতা তুমি বাংলাদেশ’ শীর্ষক জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বলেন, এই বইয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও পারিবারিক অজানা বিষয় উঠে আসবে। কারণ হিসেবে তিনি বলেন, জেলখানা থেকে লেখা বঙ্গবন্ধুর চিঠিগুলো সেন্সর করা হতো। সব চিঠি পরিবারকে দেয়া হতো না। আর যেগুলো দেয়া হতো সে গুলোরও হুবহু কপি রাখা হতো এসবিতে (স্পেশাল ব্রাঞ্চ)। এ সবই এসবির কোষাগারে রক্ষিত আছে। বঙ্গবন্ধুর অন্যান্য কর্মকা-ও পুলিশের বিশেষ শাখায় সংরক্ষণ করা হতো। বঙ্গবন্ধুর দীর্ঘ এই দলিল অনেকটা সময় অবহেলিত পড়েছিল। সেসব দলিল এখন সযতেœ সুরক্ষা করে বই আকারে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সালের এই গোয়েন্দা রিপোর্ট নিয়ে ১৪টি বই প্রকাশ পাচ্ছে। আর বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্রের গোয়েন্দা রিপোর্ট নিয়ে প্রকাশ পাচ্ছে আরও ৩টি বই। যে সব বই নিয়ে বহু লোকই গবেষণা করতে পারবেন। অনেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন এই বিষয়ে। জাতি বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে জানতে পারবে। এই অনুষ্ঠানে গেস্ট অব অর্নার হিসেবে অংশ নেন এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। মুখ্য আলোক ছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
×