ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদিকে হত্যার ষড়যন্ত্র

ভারতে কয়েকজন বামপন্থী লেখক ও বুদ্ধিজীবী গ্রেফতার

প্রকাশিত: ০৮:২১, ২৯ আগস্ট ২০১৮

ভারতে কয়েকজন বামপন্থী লেখক ও বুদ্ধিজীবী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পুলিশ মঙ্গলবার দেশটির বিভিন্ন রাজ্যে নামকরা বামপন্থী লেখক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের বাড়ি বাড়ি হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশ বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার এক বামপন্থী ষড়যন্ত্রের সঙ্গে এদের যোগসাজশ পাওয়া গেছে। খবর বিবিসির। দিলি, মুম্বাই, হায়দ্রাবাদ, রাঁচী থেকে শুরু করে আরও অনেক জায়গায় এই পুলিশী অভিযান চলে। পুলিশ সূত্রগুলো নিশ্চিত করেছে যে মাওবাদীদের সমব্যথী বলে পরিচিত কবি ভারভারা রাওকে হায়দ্রাবাদ থেকে এবং শীর্ষ মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অব সিভিল লিবার্টিজ বা পিইউসিএলের প্রধান সুধা ভরদ্বাজকে ফরিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রখ্যাত প্রাবন্ধিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখাকে দিল্লী থেকে গ্রেফতার করে ভারতের পুলিশ। একই দিন অরুণ ফেরেরা ও ভেনন গঞ্জালভেজকে মহারাষ্ট্রের থানে ও মুম্বাই থেকে আটক করা হয়। এ সব গ্রেফতারের ঘটনায় দেশটির বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়সহ অনেকে নিন্দা জানিয়েছেন।
×