ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাফ ফুটবলের টিকেট বিক্রি শুরু শনিবার

প্রকাশিত: ০৬:৩৬, ২৯ আগস্ট ২০১৮

সাফ ফুটবলের টিকেট বিক্রি শুরু শনিবার

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র সপ্তাহ খানেক পরেই শুরু হতে যাচ্ছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল’ খ্যাত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপ। দ্বাদশতমবারের মতো এই আসরের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। এ নিয়ে তৃতীয়বারের মতো স্বাগতিক হচ্ছে তারা। এর আগে স্বাগতিক হয়েছিল ২০০৩ এবং ২০০৯ সালে। আগামী ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই আসরটি। যেখানে বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’তে। একই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও পাকিস্তান। গ্রুপপর্বে বাংলাদেশ ৪ সেপ্টেম্বর ভুটান, ৬ সেপ্টেম্বর পাকিস্তান এবং ৮ সেপ্টেম্বর নেপালের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টের খেলা উপভোগ করতে চান যেসব সাধারণ দর্শক, তারা ১০০ ও ৫০ টাকা মূল্যের টিকেট কিনতে পারবেন আগামী শনিবার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের টিকেট কাউন্টার, মহানগরী লীগ কমিটির অফিস এবং বাফুফে ভবনে বিশেষ বুথ তৈরি করে টিকেট বিক্রি করবে বাফুফে। সাফ, বাফুফে ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় টিকেট ও বল আটকে ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসে। বাফুফে জানিয়েছেÑ ট্যাক্স পরিশোধ করে সেগুলো আনা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা ২৫ হাজার। টুর্নামেন্টের টিকেটের বেশিরভাগই চলে যাবে তাদের এ্যাফেলিয়েটেড বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছে। প্রিমিয়ার লীগ থেকে শুরু করে পাইওনিয়ার-বিভিন্ন স্তরের ক্লাবের পাশপাশি প্রতিটি জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের টিকেট দেবে বাফুফে। থাকছে ক্রীড়া প্রশাসন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো। এসবের জন্য ১৭/১৮ হাজার টিকেট চলে যাবে। বাকি টিকেট সাধারণ দর্শকদের জন্য।
×