ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা

প্রকাশিত: ০৬:৩২, ২৯ আগস্ট ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা

রুমেল খান ॥ একদিকে ‘দ্য বেঙ্গল টাইগার্স’ বাহিনীর গর্জন। আরেকদিকে ‘লঙ্কান লায়ন্সে’র আস্ফালন। আজ বুধবার বিকেল ৪টায় নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বাঘ-সিংহের এই জমজমাট দ্বৈরথে কে জিতবে? এই লড়াই স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দলের। ফিফা আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামের সব টিকেট ইতোমধ্যেই বিক্রি শেষ। এছাড়া বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারেও খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে। আসন্ন সাফ গেমসের আগে এই ম্যাচটিকে ভীষণ গুরুত্ব দিচ্ছে দুই দল। নিজেদের সেরাটা উপহার দিয়ে এই ম্যাচে জয়ের দিকে চোখ থাকবে দুই দলেরই। ম্যাচের আগে মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ক। বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেন, ‘সাফ গেমস জয়ের লক্ষ্য নিয়ে দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। তার আগে বুধবারের ম্যাচটিকে ভীষণ গুরুত্ব দিচ্ছে দল। ভালই খেলা উপহার দিতে চায় বাংলাদেশ।’ শ্রীলঙ্কা দলের কোচ নিজাম পাকির আলী বলেন, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় জন্মভূমি। আশির দশকে নয় বছর এ দেশের অনেক জায়গায় খেলেছি। তারপরও শ্রীলঙ্কার কোচ হিসেবে আমি সেরা খেলাটাই উপহার দিতে চাই। বাংলাদেশ একটি ভাল দল। তারাও জয়ের জন্যই খেলবে।’ বাংলাদেশ দলের অধিনায়ক সাখাওয়াত রনি বলেন, ‘দুই মাস ধরে প্রশিক্ষণ নিয়েছি। সাফ গেমসের আগে আমরা আমাদের সেরাটাই খেলতে চাই।’ বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘সম্প্রতি কোরিয়ায় ৩টি, কাতারে ১টি ও এশিয়া গেমসে ৪টি ম্যাচ খেলার পর আসন্ন সাফ গেমসকে লক্ষ্য করে সাজানো হয়েছে দল। ইনজুরির কারণে সাফ গেমসে যেন বিঘœ না ঘটে এ জন্য এবং টানা ম্যাচ খেলার পর বিশ্রামের বিষয়টি মাথায় রেখে মূল দলের সাতজনকে প্রীতি ম্যাচে মাঠে নামানো হচ্ছে না। এরপরও যারা খেলছেন তাদের গত দুই মাস ধরে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশাকরি তারা সেরাটাই উপহার দেবেন। সাফ গেমসের আগে এটিই আমাদের শেষ ম্যাচ। ম্যাচটি উপভোগ করতে প্রচুর দর্শকের সমাগম হবে। তাদের মুখে হাসি ফোটাতে শতভাগ গুরুত্ব দিয়েই আমরা খেলব। আমরা সাফ চ্যাম্পিয়নশিপে জিততে চাই। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’ শ্রীলঙ্কা দলের অধিনায়ক সুভাষ মধু সেন বলেন, ‘ঢাকার বাইরে এই প্রথম আমরা মাঠে নামছি। এ জন্য বাড়তি এক অনুভূতি কাজ করছে দলের খেলোয়াড়দের মাঝে। নতুন ও অভিজ্ঞদের নিয়ে গড়া আমাদের দলটি নিঃসন্দেহে ভাল খেলাটাই খেলবে।’ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে রংপুর স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা দল অনুশীলন করে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে বাংলাদেশ এ পর্যন্ত মোট ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ২৩৯ ম্যাচ। এর মধ্যে ১৬ ম্যাচে অবতীর্ণ হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। জয়ের পাল্লা ভারি বাংলাদেশেরই। ১১ বারই জিতেছে তারা। ড্র করেছে ২টি। হেরেছে ৩টিতে। গোল করেছে ২৫টি, খেয়েছে ১২টি। এর মধ্যে ২টি হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। দুটিতেই জিতেছে বাংলাদেশ। আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপেও তাই। একমাত্র ম্যাচেও জয়ী দলের নাম বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল ২০১৬ সালের ৮ জানুয়ারি। সেবার যশোরে শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপপর্বের ম্যাাচে বাংলাদেশ জিতেছিল ৪-২ গোলে। প্রীতি ম্যাচ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় দলকে সবসময় একটা ভাল থাকা। ইতিবাচক প্রস্তুতি, নিজেদের সামর্থ্য সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। জাতীয় দলের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার বিষয়টা ঠিক থাকা। নিজেদের স্ট্যান্ডার্ডটা যাচাই করে দেখা। শ্রীলঙ্কা বাংলাদেশের শক্তির কাছাকাছি মানের দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা এখন ২০০ এবং বাংলাদেশ আছে ১৯৪ নম্বরে। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে হোমগ্রাউন্ড এ্যাডভান্টেজকে ভালভাবে কাজে লাগিয়ে লঙ্কানদের বিরুদ্ধে আজকের ম্যাচে জয় কুড়িয়ে নেয়া। তবে র‌্যাঙ্কিং আর পরিসংখ্যান দেখে সবসময় সবকিছু যেমন বোঝা যায় না, তেমনি বিচার করাও সমীচীন নয়। পরিসংখ্যান ঘেঁটে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশই শক্তিশালী দল। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত’ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে খেলতে সবার আগে ঢাকায় পা দিয়েছে শ্রীলঙ্কা। উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলা। এই ম্যাচটিকে সাফ ফুটবলের ‘ড্রেস রিহার্সাল’ হিসেবেই নিয়েছে দু’দল। কারণ টুর্নামেন্টের প্রথমদিনই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। পরেরদিনই ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ফলে প্রীতি ম্যাচের আড়ালে দু’দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সাফে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে নেপাল, ভুটান ও পাকিস্তান। গ্রুপ ‘বি’তে শ্রীলঙ্কার সঙ্গী ভারত ও মালদ্বীপ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন জেমি ডে। তারুণ্য আর অভিজ্ঞতার মাঝে সমন্বয়ের কাজটা নীলফামারীতেই সেরে নিতে চান তিনি। এশিয়ান গেমসের মোমেন্টাম সাফ চ্যাম্পিয়নশিপে ধরে রাখার লক্ষ্য মামুনুলদের। সুশৃঙ্খল আর শান্তিপূর্ণভাবে খেলা আয়োজনে সব ধরনের প্রস্তুত সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামের আসনসংখ্যা ২০ হাজার। তবে মন খারাপ হতেই পারে নীলফামারীর ফুটবলপ্রেমীদের। কারণ ইন্দোনেশিয়ায় ইতিহাস গড়া ফুটবলাররা যে তাদের মাঠে খেলবেন না। এশিয়ান গেমসে প্রথম একাদশের খেলোয়াড়দের নীলফামারী পাঠাচ্ছেন না ইংলিশ কোচ জেমি ডে। সাফ চ্যাম্পিয়নশিপের আগে তাদের বিশ্রাম দিতেই কোচের এমন সিদ্ধান্ত। ২০ সদস্যের শ্রীলঙ্কা দলের অধিকাংশ খেলোয়াড়ই নতুন। তিনজন অভিজ্ঞ খেলোয়াড়ের ওপরই বেশি আস্থা কোচ পাকির আলীর। এখন দেখার বিষয়, বাঘ-সিংহের আজকের দ্বৈরথে জয়ের হাসি হাসে কোন্ দল।
×