ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৬:০৪, ২৯ আগস্ট ২০১৮

এমপি লিটন হত্যা মামলায় আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ আগস্ট ॥ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় মঙ্গলবার আদালতে আরও দুজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। তারা হলো- প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও জিয়াউর রহমান। গাইবান্ধার জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় নিহত এমপি লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ও ফাহমিদা বুলবুল কাকলীসহ মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। মামলায় ৬০ জনকে সাক্ষী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। আদালতে সাক্ষী আব্দুর রাজ্জাক ও জিয়াউর রহমান বলেন, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর এমপি মঞ্জুরুল ইসলাম লিটন তার বাড়ির ড্রয়িং রুমে অবস্থানকালে একদল দুর্বৃত্ত ওই রুমে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।
×