ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাটোরে দুর্ঘটনাকবলিত বাসের চালক বগুড়ায় গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৪, ২৯ আগস্ট ২০১৮

নাটোরে দুর্ঘটনাকবলিত বাসের চালক বগুড়ায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নাটোরে বাস-লেগুনার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় লালপুরে দায়ের হওয়া মামলায় বগুড়া জেলা পুলিশ দুর্ঘটনাকবলিত বাসের চালক শামিম হোসেনকে (৪৫) মঙ্গলবার গ্রেফতার করেছে। দু’দিন আগে একই বাসের হেলপার আব্দুস সামাদ কমলকে (৩৮) বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছিল। চ্যালেঞ্জার নামের ওই বাসটির মালিক মঞ্জু সরকার নামে এক ব্যক্তি। বগুড়া বিআরটিএ’র নথিভুক্ত বাসটির কোন রুট পারমিট ছিল না। এই বাস ২৬ বছর ধরে রাস্তায় চলাচলের অনুমতি ছাড়াই চলছিল। বগুড়া বিআরটিএ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে চ্যালেঞ্জার বাসটির রেজিস্ট্রেশন ও এর চালকের লাইসেন্স স্থগিত করছে বগুড়া বিআরটিএ। বগুড়া বিআরটিএ জানায়, ১৯৯২ সালে বাসটি ঢাকা থেকে এনে বগুড়ায় নথিভুক্ত করে এর মালিক। এটি কয়েক দফা হাতবদল হয়। ১৯৯৩ সালে এটির মালিকানা যায় মঞ্জু সরকার নামে এক ব্যক্তির হাতে। তবে বগুড়ায় নথিভুক্ত হওয়ার পর থেকেই এর কোন রুট পারমিট ছিল না। বাসটির রুট পারমিটের জন্য কখনও মালিক পক্ষ আবেদনও করেনি বলে সূত্র জানায়। তবে এর ফিটনেসসহ ট্যাক্স টোকেন ছিল। নাটোরে ভয়াবহ দুর্ঘটনার পর চ্যালেঞ্জার নামে বাসটি আলোচনায় আসে। উল্লেখ্য, শনিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে লালপুরের কদিমচিলান এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ১৩ জন নিহত হয়। ওই দুর্ঘটনায় পরে আরও ২ জন মারা যায়। তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নাটোরের লালপুরের বনপাড়া-পাবনা মহাসড়কে লেগুনা-বাস সংঘর্ষে ১৫ নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ৬ সদস্যর তদন্ত কমিটি। মঙ্গলবার দুপুর ২টার দিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলামের নেতৃত্বে ৬সদস্যের তদন্ত কমিটি নাটোরের লালপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এর আগে দুপুর ১টার দিকে নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান তদন্ত কমিটির প্রতিনিধিরা। নাটোরসহ সারাদেশে সংঘটিত মোট তিনটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন ১০ কার্যদিবসের মধ্যে দেয়া সম্ভব হবে বলে তিনি জানান। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিদর্শনে এসে দুর্ঘটনা ঘটার পেছনে টেকনিক্যাল কারণগুলো দেখার চেষ্টা করা হচ্ছে।
×