ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:০৪, ২৯ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার কদমতলীর কাইতাখালী এলাকায় রুবেল মিয়া (২৮) নামে এক অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে দুই পক্ষের মাদক সংক্রান্ত বিরোধ থামাতে গেলে একটি পক্ষ রুবেল মিয়াকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে রুবেল মিয়া মারা যায়। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে। নিহত রুবেল বন্দর উপজেলার কাইতাখালী কদমতলী এলাকার মৃত আজগর আলীর ছেলে। এদিকে মঙ্গলবার দুপুরে রুবেল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন পালন করেছে। জানা গেছে, সোমবার রাতে কদমতলীর কাইতাখালী এলাকার মাদক বিক্রেতা আবুল হোসেনের কাছে সনেট নামে এক যুবক দুই হাজার টাকা দাবি করে। এ নিয়ে আবুল হোসেন ও সনেটের মধ্যে বাগবিত-া হয়। সনেট এলাকার মাদকসেবী ও চাঁদাবাজ। এ বিষয়ে অটোরিক্সা চালক রুবেল মিয়া সেখানে উপস্থিত হয়ে সনেটের দাবিকৃত টাকা দিতে নিষেধ করে এবং মাদক বিক্রি বন্ধ করতে বলে। এতে সনেট ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে রুবেল মিয়াকে লাটিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন রুবেল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। রুবেল মিয়া মঙ্গলবার সকালে মারা যায়। নড়াইলে যুবক নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, নড়াগাতি থানার মধুমতি নদীর চাপাইল সেতু এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। তবে পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, কচুরিপানার সঙ্গে অজ্ঞাত লাশটি ভেসে আসে। গাইবান্ধায় স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের শীতল গ্রামের পচারভিটা এলাকা থেকে মঙ্গলবার সকালে লিমন প্রধান (১০) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিমন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং শীতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় লিমন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। পরদিন সকালে পচারভিটা এলাকায় লিমনের লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঝিনাইদহে যুবক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, সদর উপজেলার পার্বতীপুর গ্রামের বাঁশবাগানের ভেতর থেকে মঙ্গলবার দুপুরে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ঈদের দিন থেকে সে নিখোঁজ ছিল। আরিফুল ইসলাম পার্বতীপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। সে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, পার্বতীপুর গ্রামের আব্দুল কুদ্দুস গত ২৫ আগস্ট ঝিনাইদহ সদর থানায় ছেলে হারানো একটি সাধারণ ডায়েরি করেন। এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে আমরা পার্বতীপুর গ্রামে যাই। সেখানে একটি বাঁশবাগানের ভেতর থেকে আরিফুলের মৃতদেহ উদ্ধার করি। নান্দাইলে আহত পুত্রের মৃত্যু সংবাদদাতা নান্দাইল, ময়মনসিংহ থেকে জানান, উপজেলায় বাবার প্রাণ রক্ষা করতে গিয়ে গুরুতর আহত পুত্র মাসুদ মিয়া (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জানা যায়, জমির মালিকানা নিয়ে বিরোধ ছিল দুই ভাইয়ের মধ্যে। ওই বিরোধের জের ধরে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হামলা চালিয়ে বড় ভাই মোঃ ফিরোজ মিয়াকে (৬০) রাম-দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ছোট ভাই মিলন মিয়া (৫০)। এ সময় বাবার প্রাণ বাঁচাতে এগিয়ে যায় ফিরোজের পুত্র মাসুদ মিয়া (২৮)। তিনিও মিলনের পক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
×