ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

কুমিল্লায় বাবা-ছেলে ও ছাত্র নিহত

প্রকাশিত: ০৬:০২, ২৯ আগস্ট ২০১৮

কুমিল্লায় বাবা-ছেলে ও ছাত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৮ আগস্ট ॥ সড়ক দুর্ঘটনায় ঢাকার আশকোনা বাজারের কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার ছেলে ওয়াফি ইসলাম নাবিল নিহত হয়েছে। আহত হয়েছেন ওই ব্যবসায়ীর স্ত্রী ও কন্যা। মঙ্গলবার সকালে কুমিল্লা-বুড়িচং সড়কের সদর উপজেলার মহেষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী আশকোনা এলাকার হাজী মৃত আফাজ উদ্দিনের ছেলে। দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ঈদের ছুটিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে শ^শুরবাড়ি থেকে ঈদের দাওয়াত খেয়ে ঢাকার আশকোনা এলাকার কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম তার স্ত্রী-সন্তানদের নিয়ে সিএনজিচালিত অটোরিক্সায় কুমিল্লায় ফিরছিলেন। কুমিল্লা থেকে বাসযোগে তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। সকাল সোয়া ৬টার দিকে জেলার সদর উপজেলার মহেষপুর এলাকায় তাদের বহনকারী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলাম (৪০), তার স্ত্রী ইয়াসমিন (৩২), ছেলে ওয়াফি ইসলাম নাবিল (৪) ও কন্যা আফসানা (১২) আহত হয়। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আমিনুল ইসলাম ও তার ছেলে নাবিলের মৃত্যু হয়। এদিকে আহত মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উত্তরা এলাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপর ঘটনায় ট্রাকের ধাক্কায় গাফ্ফার হোসেন রাজু নামে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা প্রবাসী গিয়াস উদ্দিনের ছেলে। জানা যায়, দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র গাফ্ফার হোসেন রাজু তার ছোট ভাইকে স্কুলে ভাত দিয়ে মঙ্গলবার দুপুরে বাসায় ফেরার পথে বারেরা এলাকায় কেএসআরএম রড কোম্পানির একটি ট্রাক মুরাদনগরে পণ্য সরবরাহ করে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কুল ছাত্রকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গাফ্ফারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকালে তার মৃত্যু হয়। গাজীপুরে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, মঙ্গলবার মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুর রহমান বাদল (২৯)। তিনি নওগাঁ জেলার পোরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বালুভর্তি একটি ট্রাক সকালে দাঁড়িয়েছিল। এ সময় বেপরোয়া গতিতে ময়মনসিংহগামী সবজি ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের বামপাশ দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ আরোহী সবজি ব্যবসায়ী ফজলুর রহমান বাদল ঘটনাস্থলেই নিহত হয়। নারায়ণগঞ্জে শিশু স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় পাগলা হাইস্কুলের সামনে ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সাকিব (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সাকিব সোমবার রাতে ইজিবাইক চাপায় গুরুতর আহত হয়। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পাগলা-দেলপাড়া সড়ক অবরোধ করে ৬-৭টি ইজিবাইক ভাংচুর করে। নিহত সাকিব পাগলা হাইস্কুল সংলগ্ন এলাকার হামিদের বাড়ির ভাড়াটিয়া মনু মিয়ার ছেলে। জানা গেছে, সোমবার রাতে পাগলা হাইস্কুলের সামনে শিশু সাকিব রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ইজিবাইক সাকিবকে চাপা দেয়। এতে সাকিব গুরুতর আহত হলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে মঙ্গলবার ভোরে সাকিবের মৃত্যু হয়। নীলফামারীতে দুই বন্ধু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার গাড়গ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় দুই বন্ধু উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম বৈইতপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে আমিন আলী (২২) ও একই ইউনিয়নের পূর্বদলিরাম গ্রামের গোলাপ হোসেনের ছেলে রিফাত (২০) মোটরসাইকেলে জলঢাকা যাচ্ছিলেন। রংপুর-জলঢাকা সড়কের বিপরীত দিক হতে আসছিল একটি প্রাইভেটকার। গাড়গ্রাম বাহারী পেট্রোল পাম্পের সামনে মোটরসাইকেলটির সঙ্গে প্রাইভেটকারের মুখোমুথি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক আমিন আলী। গুরুত্বর আহত হন রিফাত। তাকে মাইক্রোবাসে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসার আগেই তার মৃত্যু হয়। মানিকগঞ্জে পুলিশ সদস্য নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঢাকা -আরিচা মহাসড়কের মহদেবপুর এলাকায় সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য মারা গেছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান। নিহত ওই পুলিশ সদস্য আতাব আলী (৪৫) রাজবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি ঘিওর উপজেলার পুখরিয়া গ্রামের মদন আলীর ছেলে। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ- উল্লাহ জানান, সোমবার সন্ধ্যার দিকে রাজারবাগে কর্মরত পুলিশ কনস্টেবল আতাব আলী তার স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে মহাদেবপুর থেকে গ্রামের বাড়ি পুখরিয়া যাচ্ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধুল-ী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি এনএনবি পরিবহনের যাত্রীবাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পুলিশ সদস্য আতাব আলী। এই ঘটনায় আহত তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনায় দুই আরোহী নিজস্ব সংবাদদাতা বরগুনা থেকে জানান, বয়স্কভাতা নিয়ে বাড়ি ফেরার পথে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের খানের হাট এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউয়িনের কাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি ও চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় নিহতরা হলেন, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের আবদুল আজিজ সিকদার (৭০) ও একই এলাকার মোঃ হানিফ আকন (৭৫)। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক মোঃ লিটনের অবস্থাও আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বেতাগী থেকে বরগুনা যাওয়ার পথে ছত্তার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই আবদুল আজিজ সিকদার নিহত হন। পরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে মোঃ হানিফ আকনকেও মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক লিটনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মুন্সীগঞ্জে চালক স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মোঃ নাছির উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরোহী নুর মোহাম্মদ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলায় এই দুর্ঘটনা ঘটে। এসব তথ্য দিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, ঢাকাগামী সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মোটরসাইকেল চালক মোঃ নাছির মারা যায়। আহত নুর মোহাম্মদ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। খাগড়াছড়িতে বিপণনকর্মী পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, গুইমারায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে আল আমিন নামে ওষুধ কোম্পানির এক বিপণনকর্মী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বুদ্ধংপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ইবনেসিনা ন্যাচারাল হার্বাল কোম্পানির বিপণনকর্মী। সে পটুয়াখালীর দক্ষিণ দিঘাই গ্রামের কেরামত আলীর ছেলে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সিলেটে ফার্মেসি ম্যানেজার স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে শ্যামলী পরিবহনের বাসের চাপায় তার মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি লালাবাজারের একটি ফার্মেসির ম্যানেজার। তার নাম কামরুল ইসলাম (৪৫)। দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়ে গেছে। নাটোরে আরোহী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, নাটোর-রাজশাহী মহাসড়কের ডাকমারা গোরস্থান এলাকায় ট্রাকের চাপায় সজল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ও অপর আরোহী আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ডাকমারা এলাকার প্রাণের আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালের গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজল আলী নাটোর শহরের বড়গাছা এলাকার হাবিল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী সজল পার্শ্বরাস্তা থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল নিহত ও অপর একজন আহত হয়। আহত ব্যক্তিকে প্রাণের আমজাদ হোসেন মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×