ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নরসিংদীতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ॥ নিহত ১ আহত ২০

প্রকাশিত: ০৬:০২, ২৯ আগস্ট ২০১৮

নরসিংদীতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ॥ নিহত ১ আহত ২০

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আসকর আলী (৬০) নিহত ও ২০ জন আহত হয়েছে। নরসিংদী সদর উপজেলার দুর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মমিন মিয়ার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষ জাহাঙ্গীর মিয়ার গ্রুপের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় মমিন মিয়া গ্রুপের আসকর আলী ঘটনার দিন রাতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার সকালে রসুলপুর ঈদগাহ্ মাঠে তার মৃতদেহ পাওয়া যায়। নিহতের ভাই আনোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর গ্রুপের লোকজন সোমবার রাতে আমাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের এলোপাথারি লাঠির আঘাতে আমার ভাই আসকর আলীসহ উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়। আহত আসকর আলীকে রাতে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রসুলপুর ঈদগাহ্ মাঠে তার লাশ পাওয়া যায়। পা হারানো বৃদ্ধাকে নিয়ে বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আমার নাম ডালিম। বাবার নাম মোহন। আমরা নয় ভাইবোন। আমার বাড়ি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায়। বাগেরহাট সদর হাসপাতালের নিচতলার অর্থোপেডিক বিভাগের ২ নম্বর বেডে প্রায় চার মাস ধরে চিকিৎসাধীন ষাটোর্ধ বয়সী এক নারী রোগী এভাবেই তার পরিচয় তুলে ধরেন। সোমবার দুপুরে এই প্রতিবেদকের কাছে হাসপাতালের বেডে বসে এই কথাগুলোই বারবার বলছিলেন ডালিম পরিচয় দেয়া ওই রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর দেয়া ঠিকানায় তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে গিয়ে সেখানে কারও সন্ধান পায়নি। ফলে তাকে হাসপাতালে রেখে তার সেবা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তার সঠিক পরিচয় না মেলায় কর্তৃপক্ষ পড়েছে বিপাকে। হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে কিভাবে স¦জনদের কাছে ফিরিয়ে দেবে তা নিয়ে পড়েছে দুশ্চিন্তায়।
×