ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ২৯ আগস্ট ২০১৮

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ আগস্ট ॥ জেলার পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তোজাম্মেল হক ওরফে তোজাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত তোজাম জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া গ্রামের আতাবুরের ছেলে। জানা যায়, সোমবার দিবাগত রাতে সেনুয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। রাতে ওই রুটে দুটি ট্র্রেন চলাচল করে। এটি পার্বতীপুরগামী শার্টল ট্রেনে নাকি পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকার লোকজন বলছে শার্টল ট্রেনেই এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে গেছে। প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২৮ আগস্ট ॥ সোমবার রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর রংধনু নামের একটি বেসরকারী হসপিটালে ভুল চিকিৎসায় নুরজাহান (২২) নামে এক প্রসূতি মৃত্যুর কারণে তদন্ত কমিটি গঠন করা হয়। কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মজিবুর রহমান জানান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের প্রধান ডাঃ ফারজানা ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কচুয়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা নিজস্ব সংবাদদাতা , কচুয়া, চাঁদপুর ২৮ আগস্ট ॥ কচুয়ায় মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা তাজুল ইসলামের (৬৫) ওপর হামলা করা হয়েছে। সোমবার রাত সাড়ে দশটার সময় উপজেলার করইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে-সোমবার রাতে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বাড়ির পার্শ্ববর্তী দোকান থেকে বাড়িতে আসার পথে কতিপয় দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় আহত অবস্থায় তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল মবিন ও ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া আহত মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান।
×