ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইঞ্জিনে পাইথন!

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ আগস্ট ২০১৮

ইঞ্জিনে পাইথন!

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। উইসকনসিনের এক নারী তার গাড়ি স্টার্ট দেয়ার পর বিস্ময়কর ব্যাপার পর্যবেক্ষণ করেন। স্টার্ট দেয়ার পর তার গাড়িটি চলছিল অদ্ভুতভাবে। একপর্যায়ে গাড়ির সমস্যা চিহ্নিত করতে ইঞ্জিনের ঢাকনা খুলে ফেলেন। আর তাতেই ঘটে বিস্ময়কর ঘটনা। গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে বেরিয়ে আসে বিশালাকৃতির পাইথন। এরপর তিনি ভয় পেয়ে বন্ধ করে দেন ইঞ্জিনের ঢাকনা। স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির ইঞ্জিন থেকে বিশালাকৃতির পাইথনটি উদ্ধার করে। উইসকনসিনের অমরো পুলিশ বিভাগ এ ঘটনা নিয়ে ছবিসহ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন। অমরো পুলিশের পোস্ট আর ছবি দ্রুত ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অমরো পুলিশের ফেসবুক পেজে দেয়া পোস্টে অনেকে কমেন্টও করেছেন। পাইথনটি লম্বায় চার ফুটের বেশি। বিষাক্ত প্রাণী পোষার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায়, পাইথনটি তার মালিককে ফেরত দেয়নি কর্তৃপক্ষ। তবে গাড়ির ইঞ্জিন ঢাকনায় সাপ খুঁজে পাওয়ার কাহিনী এটাই প্রথম নয়। এর আগে ভার্জিনিয়াতে এক নারীর গাড়ির ইঞ্জিনে সাপ পাওয়া যায়। -ফক্স নিউজ
×